Astrology: মঙ্গলের গোচরে দূর হবে বাধা! ডিসেম্বরের শুরুতেই ৪ রাশির হাতের মুঠোয় সাফল্য, বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

Last Updated:
December Mangal Gochar Rashifal: ডিসেম্বরের গোচর করতে চলেছে গ্রহের সেনাপতি মঙ্গল৷ ডিসেম্বরের ৭ তারিখেই স্থান পরিবর্তন করতে চলেছে মঙ্গল৷
1/7
ডিসেম্বরের গোচর করতে চলেছে গ্রহের সেনাপতি মঙ্গল৷ ডিসেম্বরের ৭ তারিখেই স্থান পরিবর্তন করতে চলেছে মঙ্গল৷ মঙ্গল, বৃহস্পতি গ্রহের রাশি ধনুতে রাত ৮টা ২৭ মিনিটে গোচর হবে। মঙ্গল ধনু রাশিতে ১৬ জানুয়ারিতে সকাল ৪টা ৩৬ মিনিট পর্যন্ত থাকবে। এই হিসেবে দেখা যায়, মঙ্গল ধনু রাশিতে ৩৯ দিন থাকবে।
ডিসেম্বরের গোচর করতে চলেছে গ্রহের সেনাপতি মঙ্গল৷ ডিসেম্বরের ৭ তারিখেই স্থান পরিবর্তন করতে চলেছে মঙ্গল৷ মঙ্গল, বৃহস্পতি গ্রহের রাশি ধনুতে রাত ৮টা ২৭ মিনিটে গোচর হবে। মঙ্গল ধনু রাশিতে ১৬ জানুয়ারিতে সকাল ৪টা ৩৬ মিনিট পর্যন্ত থাকবে। এই হিসেবে দেখা যায়, মঙ্গল ধনু রাশিতে ৩৯ দিন থাকবে।
advertisement
2/7
মঙ্গলের ধনুতে গোচর করার ফলে ৪টি রাশির জীবনের সমস্ত অমঙ্গল কেটে যাবে৷ মঙ্গলের গোচরে ডিসেম্বর তো বটেই এমনকী বছর ২০২৬-এর জানুয়ারি মাসও বেশ এই চার রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে৷ সাহস, পরাক্রম, ধন, সাফল্য, সম্পত্তিও বৃদ্ধি হতে পারে।
মঙ্গলের ধনুতে গোচর করার ফলে ৪টি রাশির জীবনের সমস্ত অমঙ্গল কেটে যাবে৷ মঙ্গলের গোচরে ডিসেম্বর তো বটেই এমনকী বছর ২০২৬-এর জানুয়ারি মাসও বেশ এই চার রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে৷ সাহস, পরাক্রম, ধন, সাফল্য, সম্পত্তিও বৃদ্ধি হতে পারে।
advertisement
3/7
মেষ রাশি: ধনুতে মঙ্গলের গোচর  মেষ রাশির জন্য সাফল্যদায়ক হবে। ৭ ডিসেম্বর-এর পর থেকে আপনি যেই কাজ করবেন, সেখানে বেশি পরিশ্রমের দরকার হবে, কিন্তু সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। জীবনে এমন কোনও ঘটনা ঘটতে পারে, যার ফল সুখকর এবং আশ্চর্যজনক হতে পারে।
মেষ রাশি: ধনুতে মঙ্গলের গোচর মেষ রাশির জন্য সাফল্যদায়ক হবে। ৭ ডিসেম্বর-এর পর থেকে আপনি যেই কাজ করবেন, সেখানে বেশি পরিশ্রমের দরকার হবে, কিন্তু সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। জীবনে এমন কোনও ঘটনা ঘটতে পারে, যার ফল সুখকর এবং আশ্চর্যজনক হতে পারে।
advertisement
4/7
বৃশ্চিক রাশি: মঙ্গলের গোচরে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আসবে ভাল সময়৷ বৃশ্চিক রাশির জন্য ৭ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি ২০২৬-এর মধ্যে প্রপার্টি-তে লাভ হতে পারে।
বৃশ্চিক রাশি: মঙ্গলের গোচরে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আসবে ভাল সময়৷ বৃশ্চিক রাশির জন্য ৭ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি ২০২৬-এর মধ্যে প্রপার্টি-তে লাভ হতে পারে।
advertisement
5/7
কোনও জমি, বাড়ি বা প্লটে বিনিয়োগের সুযোগ মিলবে, যা লাভজনক হতে পারে। এই সময়ে বিনিয়োগ থেকে লাভ পাওয়া যাবে। আয় বাড়বে, ফলে অর্থনৈতিক দিক শক্তিশালী হবে। ধন লাভের যোগ রয়েছে।
কোনও জমি, বাড়ি বা প্লটে বিনিয়োগের সুযোগ মিলবে, যা লাভজনক হতে পারে। এই সময়ে বিনিয়োগ থেকে লাভ পাওয়া যাবে। আয় বাড়বে, ফলে অর্থনৈতিক দিক শক্তিশালী হবে। ধন লাভের যোগ রয়েছে।
advertisement
6/7
ধনু রাশি: মঙ্গলের স্থান পরিবর্তন ধনু রাশিতেই হচ্ছে৷ যার শুভ প্রভাব এই রাশি-র জীবনে দেখা যাবে৷ সাহস এবং পরাক্রম বাড়বে এই রাশির জাতক জাতিকাদের৷
ধনু রাশি: মঙ্গলের স্থান পরিবর্তন ধনু রাশিতেই হচ্ছে৷ যার শুভ প্রভাব এই রাশি-র জীবনে দেখা যাবে৷ সাহস এবং পরাক্রম বাড়বে এই রাশির জাতক জাতিকাদের৷
advertisement
7/7
লক্ষ্য অর্জনের জন্য দৃঢ় সংকল্প নিয়ে কাজ করতে পারেন। সঠিক পথে কাজ করলে সাফল্য পাবেন। তবে এই সময়ে রাগ থেকে দূরে থাকুন এবং ধৈর্য ধরে কাজ করুন। স্বপ্ন পূরণের সুযোগ৷
লক্ষ্য অর্জনের জন্য দৃঢ় সংকল্প নিয়ে কাজ করতে পারেন। সঠিক পথে কাজ করলে সাফল্য পাবেন। তবে এই সময়ে রাগ থেকে দূরে থাকুন এবং ধৈর্য ধরে কাজ করুন। স্বপ্ন পূরণের সুযোগ৷ (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
advertisement
advertisement
advertisement