এই ঘটনার ভিডিও (Viral Video) সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷ জানা গেছে যে ছেলেটি মেয়েটির বিয়ের মণ্ডপে গিয়ে সিঁদুর পরিয়েছিল (Boy friend put Vemilion during wedding of his girl friend) , তাঁদের দুজনের মধ্যে প্রেম ছিল৷ কয়েক মাস আগে প্রেমিক চাকরির জন্য অন্য জায়গায় চলে গিয়েছিল৷ এরই মধ্যে পরিবার মেয়েটির বিয়ে অন্যত্র স্থির করে দেয়৷ প্রেমিক যুবকটি তাঁর প্রেমিকার বিয়ে (Wedding) ঠিক হয়েছে জেনে দুদিন আগে গ্রামে ফিরে আসে৷ ১ ডিসেম্বর মেয়েটির বিয়ে ছিল৷
advertisement
আরও পড়ুন - Winter Skin Care: শুধু ময়েশ্চারাইজারের কাজ নয়, ত্বক ভাল রাখতে শীতে সহজেই নিন বাড়তি যত্ন
দেখে নিন সেই ভাইরাল ভিডিও (viral video)৷
সেই সময় বরমালা দানের সময় ঘটে যায় নাটকীয় কেলেঙ্কারি৷ প্রেমিকটি অপ্রত্যাশিতভাবে বিয়ের (Wedding) মণ্ডপে গিয়ে পৌঁছয়৷ বরমালা প্রদানের অনুষ্ঠান তখন শেষ হয়েছিল৷ ফটোসেশন চলছিল৷ সেই সময় পাগল প্রেমী এমন কাণ্ড করে ফেলেন যার আশা কেউ করবে না৷
আরও পড়ুন - Murshidabad News: সাইক্লোন জাওয়াদে ভারী বৃষ্টির পূর্বাভাস, ঘুম ছুটছে চাষীদের, তারপর...
সেই সময় নববধূও তাঁর প্রেমিকের সঙ্গ দেয়৷ সে মোটেই ঘাবড়ে যায়নি৷ মেয়েটির সিঁথিতে সিঁদুর (Boy friend put Vemilion during wedding of his girl friend) দেওয়ায় মেয়েটির আত্ময়ী পুলিশ ডাকে৷ ছেলেদের পরিবার ও মেয়েদের পরিবারের মধ্যে বিবাদ বাড়তে থাকে৷ অন্যদিকে প্রেমিক -প্রেমিকা একে অপরের সঙ্গ না ছাড়ার জিদ করতে থাকে৷ এদিকে বিয়ের মণ্ডপে পুলিশ আসতে দেখেই প্রেমিকটি নিজের রূপ বদল করে৷ যে ব্যাকফুটে নিজের বাড়ি ফিরে যায়৷ এরপর ছেলের ও মেয়ের বাড়ির বড়রা আলোচনা করে অসুবিধার নিষ্পত্তি করে এবং বিয়ে সম্পন্ন হয়৷ বিয়ের পরের দিন নতুন বর -বউ শ্বশুরবাড়ি চলে যায়৷