TRENDING:

Viral Video: বর-কনের মালাবদলের মধ্যে ঢুকে গেল প্রেমিক, নিজের হাতে মেয়েটির মাথায় দিল সিঁদুর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Last Updated:

সেই সময় যা কাণ্ড হল গোটা বিয়েবাড়ি তা দেখে স্তম্ভিত৷ তখন স্টেজে উঠে মেয়েটির পাগলপ্রেমী মেয়েটির সিঁথিতে সিঁদুর পরিয়ে (Boy friend put Vemilion during wedding of his girl friend) দিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গোরক্ষপুর: গোরক্ষপুর গরমাগরম, যা কাণ্ড হল বিয়ে বাড়িতে (Wedding) তা এখন ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও (Viral Video)৷  উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোরক্ষপুরে বিয়েবাড়িতে প্রেমিক যা করলেন তা ভাবনার বাইরে৷ হরপুর -বুদহট থানা ক্ষেত্রের একটি গ্রামে বুধবার মালাবদল হচ্ছিল নতুন বর ও বউয়ের৷ কিন্তু সেই সময় যা কাণ্ড হল গোটা বিয়েবাড়ি তা দেখে স্তম্ভিত৷ তখন স্টেজে উঠে মেয়েটির পাগলপ্রেমী মেয়েটির সিঁথিতে সিঁদুর পরিয়ে (Boy friend put Vemilion during wedding of his girl friend) দিল৷ তারপর একে অপরকে জড়িয়ে ধরে দুই প্রেমী৷ মামলা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে কনের বাড়ির লোকজন ১১২ নম্বরে পুলিশকে ডায়াল করে তাদের ডেকে নেয়৷ পুলিশ গভীর রাত অবধি পঞ্চায়েত প্রধানদের সঙ্গে কথা বলে৷ গ্রাম পঞ্চায়েত প্রধানরাও সব পক্ষের মধ্যে বিবাদ মেটানোর চেষ্টা করেন৷ সম্ভ্রান্তদের সাহায্যে সেই অসুবিধা মিটিয়ে যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তার সঙ্গে কনেকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়া হয়৷
Watch viral video how  lover filled the vermilion to bride during wedding function
Watch viral video how lover filled the vermilion to bride during wedding function
advertisement

এই ঘটনার ভিডিও (Viral Video) সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷ জানা গেছে যে ছেলেটি মেয়েটির বিয়ের মণ্ডপে গিয়ে সিঁদুর পরিয়েছিল (Boy friend put Vemilion during wedding of his girl friend) , তাঁদের দুজনের মধ্যে প্রেম ছিল৷ কয়েক মাস আগে প্রেমিক চাকরির জন্য অন্য জায়গায় চলে গিয়েছিল৷ এরই মধ্যে পরিবার মেয়েটির বিয়ে অন্যত্র স্থির করে দেয়৷ প্রেমিক যুবকটি তাঁর প্রেমিকার বিয়ে (Wedding)  ঠিক হয়েছে জেনে দুদিন আগে গ্রামে ফিরে আসে৷ ১ ডিসেম্বর মেয়েটির বিয়ে ছিল৷

advertisement

আরও পড়ুন - Winter Skin Care: শুধু ময়েশ্চারাইজারের কাজ নয়, ত্বক ভাল রাখতে শীতে সহজেই নিন বাড়তি যত্ন

দেখে নিন সেই ভাইরাল ভিডিও (viral video)৷

সেই সময় বরমালা দানের সময় ঘটে যায় নাটকীয় কেলেঙ্কারি৷ প্রেমিকটি অপ্রত্যাশিতভাবে বিয়ের (Wedding) মণ্ডপে গিয়ে পৌঁছয়৷ বরমালা প্রদানের অনুষ্ঠান  তখন শেষ হয়েছিল৷ ফটোসেশন চলছিল৷ সেই সময় পাগল প্রেমী এমন কাণ্ড করে ফেলেন যার আশা কেউ করবে না৷

advertisement

আরও পড়ুন - Murshidabad News: সাইক্লোন জাওয়াদে ভারী বৃষ্টির পূর্বাভাস, ঘুম ছুটছে চাষীদের, তারপর...

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

সেই সময় নববধূও তাঁর প্রেমিকের সঙ্গ দেয়৷ সে মোটেই ঘাবড়ে যায়নি৷ মেয়েটির সিঁথিতে সিঁদুর  (Boy friend put Vemilion during wedding of his girl friend) দেওয়ায় মেয়েটির আত্ময়ী পুলিশ ডাকে৷ ছেলেদের পরিবার ও মেয়েদের পরিবারের মধ্যে বিবাদ বাড়তে থাকে৷ অন্যদিকে প্রেমিক -প্রেমিকা একে অপরের সঙ্গ না ছাড়ার জিদ করতে থাকে৷ এদিকে বিয়ের মণ্ডপে পুলিশ আসতে দেখেই প্রেমিকটি নিজের রূপ বদল করে৷ যে ব্যাকফুটে নিজের বাড়ি ফিরে যায়৷ এরপর ছেলের ও মেয়ের বাড়ির বড়রা আলোচনা করে অসুবিধার নিষ্পত্তি করে এবং বিয়ে সম্পন্ন হয়৷ বিয়ের পরের দিন নতুন বর -বউ শ্বশুরবাড়ি চলে যায়৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: বর-কনের মালাবদলের মধ্যে ঢুকে গেল প্রেমিক, নিজের হাতে মেয়েটির মাথায় দিল সিঁদুর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল