TRENDING:

Viral Video: বিয়ের মঞ্চেই বরের ‘এই’ জিনিস চাই বলে দাবি, পাত্রী পালাল বয়ফ্রেন্ডের সঙ্গেই, ভাইরাল

Last Updated:

Viral Video: বুলেট না দিলে বিয়ে হবে না, পাত্র দাবিতে অটল, বিয়ের মঞ্চ থেকে এদিকে পালাল পাত্রী, ভিডিও ভাইরাল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পণপ্রথা এখনও এ দেশের হাড়ে-মজ্জায় মিশে রয়েছে ঠিক এক অভিশাপের মতো। কখনও বিয়ের সময়ে পাত্রপক্ষ জবরদস্তি করে আদায় করে যৌতুক, কখনও আবার পাত্রীর বাড়ি থেকেই মেয়ে সুখে থাকবে এই ভেবে তার সঙ্গে গাড়ি থেকে শুরু করে বিবিধ আসবাব পাঠিয়ে দেওয়া হয়ে থাকে শ্বশুরবাড়িতে।
এমনও হয় যে বিয়ে করতে এসে বরযাত্রীদের যৌতুকের বায়না দেখে নিজেই বিয়ে ভেঙে দেয় পাত্রী - Photo Courtesy- Instagram Video Grab
এমনও হয় যে বিয়ে করতে এসে বরযাত্রীদের যৌতুকের বায়না দেখে নিজেই বিয়ে ভেঙে দেয় পাত্রী - Photo Courtesy- Instagram Video Grab
advertisement

আর যাঁরা সেই যৌতুক দিতে পারেন না? অসমর্থ হন পাত্রপক্ষের দাবি মেটাতে?

বছরের পর বছর ধরে এ সব ক্ষেত্রে দেখা গিয়েছে যে বিয়ে ভেঙে যায়। হয় অনুষ্ঠানের আগেই অথবা বিয়ে করতে এসেও ফিরে যান বরযাত্রীরা। অনেক ক্ষেত্রে বিয়ে হলেও সেই যৌতুক আদায়ের জন্য এত অত্যাচার চলে যে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হয় মেয়েটি। প্রায়শই এ ধরনের ঘটনা সংবাদমাধ্যমের শিরোনামে নিজের জায়গা করে নেয়।

advertisement

আরও পড়ুন – Cricketer Love Story: হনিমুনে যাবই, ছেড়েছিলেন চাকরি! প্রথম বউয়ের অনুমতি নিয়ে ২৮ বছরের ছোট মেয়েকে করলেন বিয়ে

কখনও আবার এমনও হয় যে বিয়ে করতে এসে বরযাত্রীদের যৌতুকের বায়না দেখে নিজেই বিয়ে ভেঙে দেয় পাত্রী। তবে, সম্প্রতি বিয়ের যে ভিডিও ভাইরাল হয়েছে, তা একটু অন্য জাতের। কেন, সে কথায় আসার আগে ভিডিওতে কী আছে, তা বলে নেওয়া যাক।

advertisement

riya_rajpoot16 নামের এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিয়ের মঞ্চে পাত্র-পাত্রীকে। পাত্র সমানে বলে চলেছেন যে তাঁকে বুলেট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অথচ, এখন দেওয়া হয়েছে অ্যাপাচে। অতএব, বুলেট না পেলে এই বিয়ে হবে না।

একই সঙ্গে, ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে পাত্রীর পিছনে গামছায় মুখঢাকা এক ব্যক্তিকে। তিনি পাত্রের দাবি শুনে চুপচাপ সিঁদুর পরিয়ে দিয়েছেন পাত্রীর সিঁথিতে, পাত্রীও এক সময়ে পালিয়েছেন তাঁর সঙ্গে।

advertisement

অনেকেই বলবেন, মেয়েটি ঠিকই করেছেন। যদিও এই ভিডিওর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা যায়। পাত্র খেয়াল না করলেও তাঁর বাড়ির লোকের চোখে ঘটনা না পড়ার কথা নয়। ফলে, তাঁরা প্রতিবাদ করবেন না, এটা হতে পারে না।

যাই হোক, ভিডিও আপাতত ভাইরাল। এখনও পর্যন্ত ৫০ লাখ মানুষ দেখেছেন আর শেয়ার হয়েছে ১ লাখ ৫৬ হাজার বার। একই সময়ে, ১ লাখ ৪৬ জনেরও বেশি লোক এটিকে লাইক করেছেন এবং প্রায় ১ হাজার কমেন্ট পড়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

যদিও, জনপ্রিয়তা অর্জনের জন্য এমন ভিডিও আপলোড করা নৈতিক কি না, সেই প্রশ্নও থেকেই যাচ্ছে!

বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: বিয়ের মঞ্চেই বরের ‘এই’ জিনিস চাই বলে দাবি, পাত্রী পালাল বয়ফ্রেন্ডের সঙ্গেই, ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল