আর যাঁরা সেই যৌতুক দিতে পারেন না? অসমর্থ হন পাত্রপক্ষের দাবি মেটাতে?
বছরের পর বছর ধরে এ সব ক্ষেত্রে দেখা গিয়েছে যে বিয়ে ভেঙে যায়। হয় অনুষ্ঠানের আগেই অথবা বিয়ে করতে এসেও ফিরে যান বরযাত্রীরা। অনেক ক্ষেত্রে বিয়ে হলেও সেই যৌতুক আদায়ের জন্য এত অত্যাচার চলে যে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হয় মেয়েটি। প্রায়শই এ ধরনের ঘটনা সংবাদমাধ্যমের শিরোনামে নিজের জায়গা করে নেয়।
advertisement
কখনও আবার এমনও হয় যে বিয়ে করতে এসে বরযাত্রীদের যৌতুকের বায়না দেখে নিজেই বিয়ে ভেঙে দেয় পাত্রী। তবে, সম্প্রতি বিয়ের যে ভিডিও ভাইরাল হয়েছে, তা একটু অন্য জাতের। কেন, সে কথায় আসার আগে ভিডিওতে কী আছে, তা বলে নেওয়া যাক।
riya_rajpoot16 নামের এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিয়ের মঞ্চে পাত্র-পাত্রীকে। পাত্র সমানে বলে চলেছেন যে তাঁকে বুলেট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অথচ, এখন দেওয়া হয়েছে অ্যাপাচে। অতএব, বুলেট না পেলে এই বিয়ে হবে না।
একই সঙ্গে, ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে পাত্রীর পিছনে গামছায় মুখঢাকা এক ব্যক্তিকে। তিনি পাত্রের দাবি শুনে চুপচাপ সিঁদুর পরিয়ে দিয়েছেন পাত্রীর সিঁথিতে, পাত্রীও এক সময়ে পালিয়েছেন তাঁর সঙ্গে।
অনেকেই বলবেন, মেয়েটি ঠিকই করেছেন। যদিও এই ভিডিওর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা যায়। পাত্র খেয়াল না করলেও তাঁর বাড়ির লোকের চোখে ঘটনা না পড়ার কথা নয়। ফলে, তাঁরা প্রতিবাদ করবেন না, এটা হতে পারে না।
যাই হোক, ভিডিও আপাতত ভাইরাল। এখনও পর্যন্ত ৫০ লাখ মানুষ দেখেছেন আর শেয়ার হয়েছে ১ লাখ ৫৬ হাজার বার। একই সময়ে, ১ লাখ ৪৬ জনেরও বেশি লোক এটিকে লাইক করেছেন এবং প্রায় ১ হাজার কমেন্ট পড়েছে।
যদিও, জনপ্রিয়তা অর্জনের জন্য এমন ভিডিও আপলোড করা নৈতিক কি না, সেই প্রশ্নও থেকেই যাচ্ছে!