ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সাপকে টানতে টানতে নিয়ে যাচ্ছে এক শিশু। সামনে সেই সময়ে অনেকে বসেছিলেন। তাঁরা ওই দৃশ্য দেখে ভয়ে আঁতকে ওঠেন। অনেকে পালানোর চেষ্টা করেন। কিন্তু শিশুটির মনে সামান্য ভয়টুকু নেই। পরে এক মহিলা এসে শিশুটিকে সরিয়ে নিয়ে যায়। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এই ভিডিও দেখেই হতবাক সকলে।
advertisement
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে ভিডিওটি নিয়ে প্রচুর মন্তব্য এসেছে। অনেকে বলেছেন, ভিডিওটি মোটেও হাসির নয়। কারণ, সাপটি শিশুটির ক্ষতিও করতে পারত। অনেকে আবার জানিয়েছে, ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে, সাপটি বিষধর প্রজাতিরই কোনও সাপ। ফলে শিশুটির ক্ষতিরও সম্ভাবনা থাকত।
ভিডিওটি আদতে কোন এলাকার তা এখনও জানা যায়নি। তবে এই ভিডিও দেখে হতবাক সকলে। এই ঘটনার পরে কী হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে শিশুটি যেভাবে সাপকে দড়ির মতো টানটে টানতে নিয়ে গিয়েছে তা দেখে চোখ কপালে উঠে গিয়েছে সকলরেই।
আরও পড়ুন, নিমেষে ভাইরাল! বিশ্বে একটিমাত্র জায়গাতেই পাওয়া যায় এই বেগুনি মধু, জানুন কোথায়
আরও পড়ুন, বিয়েবাড়িতে আমন্ত্রিতদের দাবা খেলিয়ে অসহায়দের সাহায্য নবদম্পতির
সাপটি কোন প্রজাতির তা এখনও জানা যায়নি। ভিডিওতে দেখা যাচ্ছে, কোনও এক ধর্মীয় স্থলে সাপটিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে ওই শিশু। সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করা নেটিজেনদের অনেকে আবার এই শিশুটির মধ্যে ধর্মীয় যোগও খুঁজে পেয়েছেন।