সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, নতুন বউয়ের পোশাকে সেজে বিয়ের লগ্নের অপেক্ষা করছিলেন যুবতী। নাচতে নাচতে খানিকটা উঠে এসে, ট্রে-তে নিয়ে ঘুরে বেড়ানো চকোলেট পেস্ট্রি দেখে নিজের খিদে ও লোভ কোনওটাই সামলাতে পারেননি তিনি। পছন্দের পেস্ট্রি তুলে নিয়ে গপ করে সেই পেস্ট্রিতে কামড় বসান নতুন বউ। তাঁরই মেক-আপ আর্টিস্ট সেই ভিডিও মোবাইলে তুলে নেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল (Viral Video)।
advertisement
ভারতীয় বিয়ে মানেই তাতে নাচ-গান, হইহুল্লোড়ে একেবারে তিন-চারদিনের উৎসব। বিশেষ করে বিয়ে করতে যাওয়ার সময় বেশিরভাগ বিয়েতেই বরযাত্রীরা নানা বাদ্যযন্ত্র বাজিয়ে নাচানাচি করেন। সঙ্গত দেন নতুন বরও। বন্ধু ও পরিবারের লোকেদের সঙ্গে জমিয়ে নাচ হয়। কেউ ঘোড়ার উপরে বসেই নাচেন, কেউ আবার গাড়ি-ঘোড়া থেকে নেমে রাস্তায় নেমেই পরিবার-বন্ধুদের সঙ্গে পা মেলান। এই ভিডিওতে অবশ্য নতুন বউকেই মনের আনন্দে নাচতে দেখা গিয়েছে।
বিয়ে বাড়ি মানেই হাসি-মজা-আনন্দের পাশাপাশি নানা নাটকীয় ঘটনার সমাহার। নানা বিয়ে বাড়িতে নানা ধরণের ঘটনা ঘটে। এই ভিডিওটি প্রায় ২৬২ হাজার ভিউজ ও ২৮ হাজার লাইক পেয়েছে। বহু মানুষ এটি শেয়ার করে নিজেদের অভিজ্ঞতার কথাও লিখেছেন সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: মালাবদল হতেই নতুন বর-বউ বেরিয়ে গেলেন রাস্তায়, তার পরের কাণ্ড তুমুল ভাইরাল! দেখুন