ওই ব্যক্তি চলন্ত ট্রেনে পা দিয়ে তো ফেলেন। কিন্তু পা ফসকে পড়ে যান। এক হাতে ধরে থাকেন ট্রেনের হাতল। গোটা স্টেশনে ওই ব্যক্তিকে টানতে টানতে চলতে থাকে ট্রেন। এই অবস্থায় ব্যক্তিকে দেখে ফেলেন (Viral Video) স্টেশনে ডিউটিরত হেড কন্সটেবল রঘুবীর সিং। তিনি ছুটতে থাকেন ট্রেনের পিছনে। ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য। গোটা ঘটনা ততক্ষণে দেখে ফেলেন ট্রেনের চালক। আস্তে করা হয় ট্রেন। ছুটে গিয়ে কোনও রকমে ট্রেনে তলায় পড়ে যাওয়া থেকে ওই ব্যক্তিকে বাঁচিয়ে নেন রঘুবীর।
advertisement
এর পরেই ট্রেন থেমে যায়। সকলে ছুটে গিয়ে উদ্ধার করেন ওই ব্যক্তিকে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই ভাইরাল হয়। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ভাইরাল ভায়ানি। সেখানেই লেখা হয়েছে পুরো ঘটনা (Viral Video)। রেল পুলিশের তরফে বার বার মানুষকে সাবধান করার পরেও কী করে এই ঘটনা ঘটে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিছুতেই মানুষ সতর্ক হচ্ছেন না। এই ভাবে ট্রেনে উঠতে গিয়ে নানা ঘটনা সামনে আসে প্রায়। তার পরেও বাড়েনি মানুষের মধ্যে সর্তকতা। যদিও জানা গিয়েছে ওই ব্যক্তি সুস্থ আছেন। প্রাণে বেঁচে গিয়ে ধন্যবাদ জানিয়েছেন তিনি। কিন্তু এর পরেও থেকে যাচ্ছে প্রশ্ন! কবে বাড়বে মানুষের মধ্যে সচেতনতা? যদিও তার উত্তর অজানা।