TRENDING:

Viral Video: 'প্লিজ সাপ তুমি চলে যাও', মহিলার অনুরোধ শুনে বিষধর গোখরো যা করল!

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতেই ভাইরালও হয়েছে সেটি (Viral Video)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোয়েম্বাটোর: সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না ভাইরাল হয়। প্রতিদিনই নানা ঘটনার ছবি ও ভিডিও ট্রেন্ডিং হয় এবং নেটিজেনের নজর আকর্ষণ করে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক সাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠছে অনেকেরই। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতেই ভাইরালও হয়েছে সেটি (Viral Video)। আক্ষরিক অর্থেই সাপ যেন মানুষের কথা বুঝতে পারে বলে প্রমাণ পাওয়া গিয়েছে এই ভিডিওতে।
'প্লিজ সাপ তুমি চলে যাও', মহিলার অনুরোধ শুনে বিষধর গোখরো যা করল!
'প্লিজ সাপ তুমি চলে যাও', মহিলার অনুরোধ শুনে বিষধর গোখরো যা করল!
advertisement

সাধারণত বাড়িতে সাপ ঢুকলে বেশিরভাগই আতঙ্কিত হয়ে পড়েন। কেউ বা বন দফতরে ফোন করে সেটিকে উদ্ধার করানোর চেষ্টা করেন, অনেকে আবার সাপকে মেরেও ফেলেন। তবে সম্প্রতি কোয়েম্বাটুরের এক ভিডিওতে দেখা গিয়েছে, সাপকে বাড়িতে না ঢোকার জন্য শান্ত গলায় অনুরোধ করছেন এক মহিলা। গেটের সামনে বিষধর গোখরোর বাচ্চা সাপটিকে দেখতে পেয়ে মিষ্টি সুরে ঘরে না ঢোকার অনুরোধ করছেন তিনি।

advertisement

ভিডিওতে ধরা পড়েছে, একটি গোখরো ওই মহিলার বাড়িতে ঢোকার চেষ্টা করছে। ছোট একটি লাঠি হাতে গেটে দাঁড়িয়ে মহিলা। তিনি সাপটিকে লাঠি দিয়ে গেটের বাইরের দিকে ঠেলে দিচ্ছেন। মহিলার অনুরোধ শুনে ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করে সাপটি। মুহূর্তে গেটের বাইরে চলে যায় সে। কোনও চিৎকার, আতঙ্কিত না হয়ে শান্ত ভাবে সাপটিকে চলে যেতে বললে, সেটি সত্যিই বেরিয়া যায়। যেন কোনও শিশুর সঙ্গে কথা বলছেন তিনি।

advertisement

এই ভিডিওই নেটপাড়ায় ব্যাপক সাড়া ফেলেছে। মুহূর্তে ভাইরাল হয়েছে এই ভিডিওটি। মহিলা নাকি সাপটিকে পরে দুধ খাওয়ানোরও প্রতিশ্রুতি দিয়েছেন। মহিলার সাহসকেও কুর্নিশ জানিয়েছেন নেটাগরিকেরা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আরও পড়ুন: ফাঁকা বিমানে যা কাণ্ড করলেন বিমানসেবিকা! ভিডিও তুমুল ভাইরাল

বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: 'প্লিজ সাপ তুমি চলে যাও', মহিলার অনুরোধ শুনে বিষধর গোখরো যা করল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল