এক জায়গায় দেখা যাচ্ছে রাহুল নিজে থেমে গিয়ে মাকে একটু বিশ্রাম নিতে বলছেন৷ এর পর সনিয়া নিজে গাড়িতে উঠে যান ঠিকই, কিন্তু পরে আবার শামিল হন ভারত জোড়ো যাত্রায়৷ এ বছর গোড়ায় কোভিড আক্রান্ত হওয়ার পর এটাই প্রথম জনসমক্ষে বাইরে আত্মপ্রকাশ সনিয়ার৷ এর আগে তাঁকে শেষ বার বারাণসীতে ২০১৬ সালে রোড শো-এ অংশ নিতে দেখা গিয়েছিল৷
advertisement
আরও পড়ুন : অসমের নদীতেও হড়পা বান, বিসর্জন দিতে গিয়ে ভেসে গেলেন ১০ জন! দেখুন ভিডিও
আরও পড়ুন : এক ঢল মানুষের গায়ে রাবণ কুশপুত্তলিকা! হরিয়ানায় দশেরা উৎসবে বিপদ
সনিয়াপুত্রের পরিকল্পনা, তিনি ভারত জোড়ো যাত্রায় তিনি ১২ রাজ্যের মধ্যে দিয়ে ৩৫৭০ কিমি পাড়ি দেবেন৷ তাঁর কাছে এই যাত্রা আসলে বিজেপি-র ‘বিভেদ রাজনীতির’ বিরুদ্ধে ভারতকে সঙ্ঘবদ্ধ করার প্রয়াস৷ কংগ্রেস সাংসদ রাহুলের লক্ষ্য, দাক্ষিণাত্যের তিন রাজ্য পায়ে হেঁটে সফরের পর উত্তর ভারত অভিমুখে যাত্রা৷