TRENDING:

রাজপথে হাঁটু মুড়ে বসে মা সনিয়ার জুতোর ফিতে বেঁধে দিলেন রাহুল গান্ধি, নিমেষে ভাইরাল ভিডিও

Last Updated:

Rahul Gandhi : সেখানেই হাঁটু মুড়ে বসে মায়ের পায়ের জুতোর ফিতে বেঁধে দিচ্ছেন রাহুল৷ সনিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছেন ছেলের দিকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : ‘ভারত জোড়ো যাত্রা’-য় রাহুল গান্ধির সঙ্গে শামিল হয়েছেন তাঁর মা সনিয়া গান্ধিও৷ সেই যাত্রাতেই এক দুর্লভ দৃশ্য লেন্সবন্দি হল৷ মা তথা কংগ্রেস প্রেসিডেন্ট সনিয়া গান্ধির জুতোর ফিতে নিজের হাতে বেঁধে দিলেন পুত্র রাহুল৷ কংগ্রেস নেতা রাহুল রাজপথে হাঁটু মুড়ে বসে তাঁর মায়ের জুতোর ফিতে বেঁধে দেন৷ দলের ট্যুইটার হ্যান্ডলে ছবিটি শেয়ার করে  ক্যাপশন দেওয়া হয়েছে ‘মা’৷ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে রাজপথে দাঁড়িয়ে পড়েছেন সনিয়া৷ তাঁকে ঘিরে আছেন দলীয় নেতারা৷ সেখানেই হাঁটু মুড়ে বসে মায়ের পায়ের জুতোর ফিতে বেঁধে দিচ্ছেন রাহুল৷ সনিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছেন ছেলের দিকে৷ জুতোর ফিতে বাঁধা হয়ে গেলে আবার যাত্রা শুরু করলেন মা ও ছেলে৷
দলের ট্যুইটার হ্যান্ডলে ছবিটি শেয়ার করে রাহুল ক্যাপশনে লিখেছেন ‘মা’
দলের ট্যুইটার হ্যান্ডলে ছবিটি শেয়ার করে রাহুল ক্যাপশনে লিখেছেন ‘মা’
advertisement

এক জায়গায় দেখা যাচ্ছে রাহুল নিজে থেমে গিয়ে মাকে একটু বিশ্রাম নিতে বলছেন৷ এর পর সনিয়া নিজে গাড়িতে উঠে যান ঠিকই, কিন্তু পরে আবার শামিল হন ভারত জোড়ো যাত্রায়৷ এ বছর গোড়ায় কোভিড আক্রান্ত হওয়ার পর এটাই প্রথম জনসমক্ষে বাইরে আত্মপ্রকাশ সনিয়ার৷ এর আগে তাঁকে শেষ বার বারাণসীতে ২০১৬ সালে রোড শো-এ অংশ নিতে দেখা গিয়েছিল৷

advertisement

আরও পড়ুন : অসমের নদীতেও হড়পা বান, বিসর্জন দিতে গিয়ে ভেসে গেলেন ১০ জন! দেখুন ভিডিও

আরও পড়ুন : এক ঢল মানুষের গায়ে রাবণ কুশপুত্তলিকা! হরিয়ানায় দশেরা উৎসবে বিপদ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সনিয়াপুত্রের পরিকল্পনা, তিনি ভারত জোড়ো যাত্রায় তিনি ১২ রাজ্যের মধ্যে দিয়ে ৩৫৭০ কিমি পাড়ি দেবেন৷ তাঁর কাছে এই যাত্রা আসলে বিজেপি-র ‘বিভেদ রাজনীতির’ বিরুদ্ধে ভারতকে সঙ্ঘবদ্ধ করার প্রয়াস৷ কংগ্রেস সাংসদ রাহুলের লক্ষ্য, দাক্ষিণাত্যের তিন রাজ্য পায়ে হেঁটে সফরের পর উত্তর ভারত অভিমুখে যাত্রা৷

বাংলা খবর/ খবর/দেশ/
রাজপথে হাঁটু মুড়ে বসে মা সনিয়ার জুতোর ফিতে বেঁধে দিলেন রাহুল গান্ধি, নিমেষে ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল