বেঙ্গালুরুর কাছে নেলামঙ্গলা এলাকার একটি রিহ্যাব সেন্টারের ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। রোগীকে মারধর করার অভিযোগে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি সিসিটিভি ফুটেজ প্রকাশিত হলে এই ঘটনার কথা সামনে আসে, যেখানে দেখা যায় এক রোগীকে একটি কক্ষে আটকে রেখে লাঠি দিয়ে মারধর করছে এক ব্যক্তি।
আরও পড়ুন: ‘আর এক বছর, দিল্লিতে নতুন সরকার হবে’, হঠাৎ মমতার মুখে বড় দাবি! নেপথ্যে রয়েছে কোন অঙ্ক?
কী ঘটেছে সেখানে? জানা গিয়েছে, ওয়ার্ডেনের জামাকাপড় ও টয়লেট পরিষ্কার করতে চাননি একটি বেসরকারি পুনর্বাসন কেন্দ্রের এক রোগী। তার জেরে সেই রোগীকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠল সেখানকার কর্মীদের বিরুদ্ধে। বেঙ্গালুরু গ্রামীণ পুলিশ এই ঘটনায় ওয়ার্ডেন এবং সেই কেন্দ্রের মালিক উভয়ের বিরুদ্ধেই মামলা দায়ের করেছে। জানা গিয়েছে, নেলামঙ্গলা থানায় একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: ‘আমার নাতিটা আমাকে…’ চোখের সামনে নাতির মৃত্যু সইতে পারলেন না, মর্মান্তিক পরিণতি বৃদ্ধার
সূত্রের খবর, বেঙ্গালুরু থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ওই বেসরকারি পুনর্বাসন কেন্দ্র। এছাড়া, ওই সেন্টারের কিছু ছবি পাওয়া গেছে, যেখানে দেখা যাচ্ছে অভিযুক্তরা নিজেদের মধ্যে জন্মদিনের অনুষ্ঠান করছে এবং একটি ধারালো অস্ত্র দিয়ে কেক কাটছে। পুলিশ এর ভিত্তিতে একটি মামলা দায়ের করেছে এবং অস্ত্র আইনের আওতায় ব্যবস্থা নিয়েছে।