advertisement
২৬ সেকেন্ডের সেই ভিডিও ট্যুইট করে লেখা হয়েছে, 'এক বিন্দু জলের গুরুত্ব বোঝে একটা হাতিও, তাহলে মানুষ কেন বোঝে না? আসুন হাতির কাছ থেকে জল সংরক্ষণ শিখে নিই আমরা'। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতেই স্বাভাবিক ভাবে নজর কেড়েছে নেটপাড়ার বাসিন্দাদের (Viral Video)। আর তার কারণ হল, ভিডিওতে দেখা গিয়েছে, একটি হাতি টিউবওয়েল পাম্প করে জল বের করছে। এবং জল জমে যাওয়ার পর সেই জল সে পান করছে।
স্বাভাবিক ভাবেই হাতির এমন কাণ্ড দেখে হতবাক নেটপাড়ার বাসিন্দারা। প্রায় ১৭ লক্ষ বার এই ভিডিওটি দেখা হয়েছে। এই একই ভিডিও ফের নিজের প্রোফাইলে ট্যুইট করেছেন ভারতীয় বনাধিকারিক রমেশ পান্ডে। তিনি আবার মনে করিয়ে দিয়েছেন, জলের সঙ্গে বন্যপ্রাণের সংরক্ষণের কথাও।
আরও পড়ুন: জলে 'সোনার খনি', ১৫৭টি মাছ বিক্রি করেই প্রায় দেড় কোটি! মৎস্যজীবীদের জালে এল...
নেটিজেন হাতির এমন কাজ দেখে তাকে 'স্মার্ট' হাতির তকমা দিয়েছেন। অনেকেই প্রশংসা করেছেন তার বুদ্ধিমত্তার। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই ভিডিও শেয়ার করেছেন নতুন করে।