সেই সিসিটিভি ফুটেজ উঠে এসেছে সোশ্যাল মিডিয়াতেও। যেখানে দেখা গিয়েছে, বাইক নিয়ে পেট্রোল পাম্পে ঢোকে এক যুবক। বাকি দুই যুবক তরুণীকে তুলে নিয়ে এসে বাইকে চাপিয়ে চলে যায়। পেট্রোল পাম্পে উপস্থিত অন্যান্য লোকেরা কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন।
advertisement
মধ্যপ্রদেশের গোয়ালিয়রের পেট্রোল পাম্পের সামনে থেকে বাইকে করে দুই দুষ্কৃতী তুলে নিয়ে যায় তরুণীকে। পাম্পেরই সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ভয়াবহ দৃশ্য। তাতে দেখা গিয়েছে, পাম্পে কয়েকজন তেল নিচ্ছেন। সেই সময় সেখানে অন্য একটি বাইক এসে দাঁড়ায়। তার আরোহীর মুখ কাপড়ে ঢাকা।
আরও পড়ুন: রোজ যত খুশি হাঁটলে উল্টে শরীরের ক্ষতি! বয়স অনুযায়ী হাঁটার পরিমাণ আলাদা, কতটা হাঁটবেন জানুন
জানা গিয়েছে, ১৯ বছরের অপহৃতা তরুণী ভিন্দ জেলার বাসিন্দা। তিনি কলা বিভাগের পড়ুয়া। সোমবার সকাল ৮.৩০ নাগাদ ওই এলাকায় একটি বাস থেকে নামেন তিনি। দীপাবলি উদযাপনের জন্য ভিন্দ গিয়েছিলেন তিনি, সেখান থেকেই ফিরছিলেন। পেট্রোল পাম্পের কাছে ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন তিনি। তখনই অপহরণ করা হয় তাঁকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন- https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F