WC Final 2023 Viral Video: ফাইনালের পর ভারতীয় ড্রেসিং রুমের কেমন ছিল অবস্থা? এরই মাঝে আচমকা আরেক পুরস্কার এল বিরাটের ঝুলিতে, দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
WC Final 2023 Viral Video: এমনই বিধ্বস্ত ও বিপর্যস্ত ভারতীয় ড্রেসিং রুমের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আহমেদাবাদ: স্বপ্ন অধরা রয়ে গেল ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে। গোটা বিশ্বকাপে টানা দশ ম্যাচে অপরাজিত থেকে ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারতীয় দল। মোট ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ানদের কাছে হেরে গিয়ে বিপর্যস্ত বিরাট-রোহিত-জাদেজারা। মাঠেই কেঁদে ফেলেন পেসার মহম্মদ সিরাজ।
এমনই বিধ্বস্ত ও বিপর্যস্ত ভারতীয় ড্রেসিং রুমের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে কে সেরা ফিল্ডারের শিরোপা পেয়েছে সেই ভিডিও-ও রয়েছে তাতে। বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে সেই ভাইরাল ভিডিওটি।
advertisement
advertisement
আরও পড়ুন: ব্যথায় কষ্ট পাচ্ছেন, অথচ গুচ্ছ ওষুধে অনীহা? বিশেষজ্ঞের এই টিপস মানলেই দৌড়বেন
ভিডিওতে দেখা গিয়েছে, ম্যাচ হেরে একেবারে মুষড়ে পড়েছেন ভারতীয় ক্রিকেটাররা। সেই সময় তাঁদের উজ্জীবিত করার চেষ্টা করছেন ভারতীয় ফিল্ডিং কোচ টি দিলীপ। খুবই উচ্ছ্বাসের সঙ্গে নানা মজার পরিস্থিতি তৈরি করে টি দিলীপ ক্রিকেটারদের মেডেল পরিয়ে দিচ্ছেন। সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি।
advertisement
ক্রিকেটারদের অনুপ্রেরণা করার জন্য টি দিলীপ ছোট্ট ভাষণও দেন। দলকে নিজেদের নিয়ে গর্বিত ও বিশ্বাস বজায় রাখার কথা বলেছেন তিনি। ২০০৩ সালের বদলা ২০২৩ সালে নিতে পারল না ভারত। দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ হল। কিন্তু বিশ্ব জয় করা হল না ভারতের। ৬ উইকেটে ম্যাচ জেতার পাশাপাশি ষষ্ঠ বার বিশ্বকাপ জিতে নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাটিং করে ২৪০ রান করেছিল ভারত। খুব সহজেই সেই রান করে জিতে যায় অজিরা।
advertisement
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন- https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 20, 2023 5:19 PM IST