আরও পড়ুন: ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির দারুণ সুযোগ, বিশদে জানুন
advertisement
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন ভয়ঙ্কর কাণ্ডের ভিডিও। তাতে ধরা পড়েছে, পাত্র মণীশ মাধেশিয়ার চারিদিকে দাঁড়িয়ে রয়েছেন পাত্রপক্ষের লোকজন। বিয়ের পরই আনন্দের বহিঃপ্রকাশ করতে বন্দুক থেকে গুলি চালায় পাত্র। আর সেই গুলি গিয়ে লাগে পাত্রের বন্ধুর বুকে। পাত্র মণীশ মাধেশিয়ার বন্ধু বাবু লাল যাদবের গুলি লাগে। সেখানেই লুটিয়ে পড়েন তিনি। যাদবই বন্ধু-বরের জন্য সেই বন্দুক নিয়ে এসেছিলেন।
আরও পড়ুন: IDBI-ব্যাঙ্কের অধীনে প্রচুর পদে নিয়োগ, আবেদন শুরু হচ্ছে ২৫ জুন থেকে
সোনভদ্র পুলিশের সুপার অমরেন্দ্র প্রতাপ সিং জানিয়েছেন, যিনি মারা গিয়েছেন তিনি বরের বন্ধু। গুলি লাগার পরই যাদবকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। মৃতের পরিবার ঘটনায় এফআইআর দায়ের করেছেন। বরকে গ্রেফতার করেছে পুলিশ। বন্দুকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। বিয়ের অনুষ্ঠানে গুলি চালনার ঘটনা এ দেশে বেআইনি।