TRENDING:

Cyclone Tauktae Viral Video: ঝড়ের ধাক্কায় হোর্ডিং ভেঙে পড়ল রাস্তায়, অল্পের জন্য রক্ষা গাড়ি এবং যাত্রীদের !

Last Updated:

অল্পের জন্য প্রাণে বাঁচেন ড্রাইভার-সহ গাড়ির ভিতরে থাকা যাত্রীরা ৷ এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদ:  কথায় আছে রাখে হরি তো মারে কে! এই প্রবাদ বাক্য সত্যি হতে দেখা গেল আহমেদাবাদের পরিমল গার্ডেনের কাছে একটি চৌরাস্তার মোড়ে ৷ বড়সড় অঘটন থেকে বাঁচল একটি নয়, দু-দুটি গাড়ি ৷ প্রচণ্ড ঝড়ে দুটি বিশাল হোর্ডিং ভেঙে পড়ে রাস্তায় ৷ যেখানে হোর্ডিংটি পড়ে তার কয়েক সেকেন্ড আগেই সেখান থেকে একটি গাড়ি বেরিয়ে যায় ৷ পাশাপাশি একটি এসইউভি গাড়ির প্রায় উপরেই পড়ে হোর্ডিংটি ৷ অল্পের জন্য প্রাণে বাঁচেন ড্রাইভার-সহ গাড়ির ভিতরে থাকা যাত্রীরা ৷ এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল ৷
advertisement

অনেকটা একই ধরণের ঘটনা দেখা গিয়েছে মুম্বইতেও ৷ সেখানে হোর্ডিংয়ের বদলে গাছ ৷ সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি বিশাল গাছ উপড়ে পড়ার সময়ে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে বেঁচে গেলেন এক মহিলা। মুম্বই-এর কোঙ্কন এলাকার এই রোমহর্ষক ভাইরাল ভিডিও দেখে চমকে উঠেছেন অনেকেই। ১৭ মে মুম্বই ও গুজরাত উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় টাউটে (Cyclone Tauktae)। এর ফলে সোমবার ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের কবলে পড়েছিল উপকূলে সংলগ্ন জেলাগুলি। সংবাদ সংস্থা ANI-এর সোশ্যাল মাধ্যমে পোস্ট করা একটি ৮-সেকেন্ডের ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তায় ছাতা নিয়ে কোথাও যাচ্ছিলেন একটি মহিলা। সেই সময় হঠাৎ একটি বিশাল গাছ হুড়মুড়িয়ে উপরে পড়ে রাস্তার উপরে। মহিলা আগে থেকে লক্ষ্য করেন বিষয়টি এবং উপস্থিত বুদ্ধি কাজে লিগিয়ে সেকেন্ডের মধ্যে দুর্ঘটনার হাত থেকে নিজেকে বাঁচাতে সক্ষম হন।

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ভিডিওটি একটি সিসিটিভি ফুটেজ এবং সংবাদ সংস্থা ANI Twitter-এ ভিডিওটি-কে শেয়ার করে। ফুটেজটি নেট মাধ্যমে সামনে আসতেই হু-হু করে বাড়তে থাকে এর ভিউ-এর সংখ্যা। এখনও পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। সোমবার মহারাষ্ট্রের জেলাগুলিতে ঘূর্ণিঝড় তাউকতাই প্রবল তাণ্ডব চালায়। মহারাষ্ট্রের কোঙ্কনে ঘূর্ণিঝড়ের কারণে প্রাণ হারিয়েছেন ৬ জন। একাধিক মানুষের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে। এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঘণ্টায় ১০০ কিমি বেগে ঝড় বয়ে গিয়েছে। প্রচুর গাছ উপড়ে পড়েছে। ২,৫০০-এরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় ১১ ঘন্টা বন্ধ রাখতে হয়েছে। ঘূর্ণিঝড় তাউকতাইয়ের কারণে ২৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর। আবহাওয়াবিদদের দাবি মুম্বই-এ এমন বৃষ্টি রেকর্ড গড়েছে যা ইতিহাস হয়ে থাকবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Cyclone Tauktae Viral Video: ঝড়ের ধাক্কায় হোর্ডিং ভেঙে পড়ল রাস্তায়, অল্পের জন্য রক্ষা গাড়ি এবং যাত্রীদের !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল