TRENDING:

Viral Video: প্লেনের মধ্যে চলছে না এসি, দমবন্ধ পরিস্থিতি, তারপর যা যা হল, ভয়ানক ভিডিও

Last Updated:

যে এসি কাজ যদি কাজ না করত তাহলে তার ওড়া উচিত ছিল না৷ আমরা ওয়ান ওয়েতে টিকিটের জন্য ১২,০০০ টাকা দিয়েছি৷ কীসের জন্য৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়াতে (Social Media) হঠাৎই একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ আর নেটিজেনদের মধ্যে দ্রুতগতিতে সেই ভিডিও ছড়িয়েও পড়ছে৷ এটি একটি প্লেনের ভিতরের ভাইরাল ভিডিও৷ ভিডিওটি নিয়ে দাবি করা হচ্ছে এটা গো ফার্স্ট ফ্লাইটের ভিডিও৷ সেখানে হঠাৎ করেই প্লেনের ভিতরের এসি কাজ করা বন্ধ করে দিয়েছিল৷ আর যার পরে প্লেনের মধ্যে একেবারে চূড়ান্ত উত্তেজনা তৈরি হয়, চতুর্দিকে হাহাকার শুরু হয়ে যায়৷
Viral Video: ac shutdown in go first flightViral Video: ac shutdown in go first flight- Photo Courtesy- Twitter Video Grab
Viral Video: ac shutdown in go first flightViral Video: ac shutdown in go first flight- Photo Courtesy- Twitter Video Grab
advertisement

ভাইরাল ভিডিওটি রোশনি বালিয়া নামের এক মহিলা নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন৷ ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ফ্লাইটের ভিতরের পরিস্থিতি অত্যন্ত খারাপ৷ যাত্রীরা প্লেনের মধ্যে দেওয়া সুরক্ষা সম্পর্কিত কার্ডগুলিকে পাখার মতো ব্যবহার করছে৷

এসি না চলার কারণে সকলের হাল একেবারে বেহাল হয়ে যায়৷ এক মহিলাকে প্লেনের মধ্যে কান্নাকাটি করতে দেখা যাচ্ছে৷ গরমের কারণে ফ্লাইটের মধ্যের যাত্রীরা একেবারে ব্যতিব্যস্ত হয়ে গেছে৷

advertisement

আরও পড়ুন - Viral Video: মরা জলহস্তীর ওপর দাঁড়িয়ে কাঁপছে সিংহী, চারদিকে ঘিরে রয়েছে ৪০ টি কুমীর, দেখুন

মহিলা ভিডিও পোস্ট করে লিখেছেন গো ফার্স্টের  G8 2316  ফ্লাইটে আমার সবচেয়ে খারাপ অনুভবের কথা হয়েছে৷  এসি এখন কাজ করছিল না৷ পুরো বিমান যাত্রার সময় দম বন্ধ হয়ে উঠে আসতে থাকে৷ কিন্তু  এই ঘটনা থেকে বেরোনোর কোনও উপায় তাদের ছিল না৷ মহিলা বললেন ফ্লাইটের ভিতরে তিনজন অজ্ঞান হয়ে গিয়েছিলেন৷

advertisement

তাঁর ট্যুইটে গো ফার্স্ট ট্যুইট করেন আর বালিয়ার কাছে নিজের যাত্রার বিবরণ দিতে বলেন৷ তারপর তাঁরা জানান পুরো ঘটনার তদন্ত করে দেখবেন৷ মহিলা ১৪ জুন এই ভিডিও ট্যুইটারে শেয়ার করেছিলেন৷

দেখে নিন ভাইরাল ভিডিও

ভিডিওতে এক যাত্রী বলেন প্রত্যেকে ভীষণ গরম অনুভব করেছিলেন৷ উড়ান সাড়ে পাঁচটায় শুরু হয়৷ এবং এখন ৬.২০ হতে শুরু করেছে৷ কিন্তু এসি এখনও কাজ করছে না৷ একজনের ক্যান্সার আছে যিনি ক্লস্টোফভিক অর্থাৎ দমবন্ধ অনুভব করছে৷ মহিলা যাত্রী বলতে দেখা যায় যে এসি কাজ যদি কাজ না করত তাহলে তার ওড়া উচিত ছিল না৷ আমরা ওয়ান ওয়েতে টিকিটের জন্য ১২,০০০ টাকা দিয়েছি৷ কীসের জন্য৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

মহিলা এই ভিডিওতে কিছু ট্যুইটার ব্যবহারকারী মামলার তদন্ত করছে৷ ডিজিসিএ -কেও এই ভিডিওতে ট্যাগ করা হয়েছে৷ ফার্স্ট গো ভিডিও গ্রুপ স্বশাসিত একটি বেসরকারি বিমান কোম্পানি৷

বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: প্লেনের মধ্যে চলছে না এসি, দমবন্ধ পরিস্থিতি, তারপর যা যা হল, ভয়ানক ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল