দেখে নিন ভাইরাল রিল- এর ভাইরাল ভিডিও
ভিডিও দেখেই বুঝতে পারছেন নিশ্চয় যে এই রিল ভাইরাল হওয়ার কারণ শুধুমাত্র তন্বীর শরীরি আন্দোলন নয়! তাঁর সঙ্গে উড়ে এসে জুড়ে বসা প্রৌঢ়র দেদার নাচ৷ আর অদ্ভুতভাবে তরুণী যে স্টেপ করছেন ওই ব্যক্তিও সেই স্টেপ দেখে তাঁকে নকল করার চেষ্টা চালাচ্ছেন৷
advertisement
আরও পড়ুন - বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে না খেয়ে ফিরবে না আজ কেউ, মানুষের ঢল অন্নকূট উৎসবে
এই রিল এখন ট্যুইটারে দেদার শেয়ার হচ্ছে৷ আসলে মহিলা লাস্যময় যৌনতার আবেদন মাখিয়ে ভাইরাল ভিডিও তৈরির চেষ্টায় ছিলেন৷ কিন্তু সঙ্গত দানে যে ভদ্রলোক আছেন তিনি নাচটিকে হাসির খোরাক বানিয়েছেন জবরদস্ত৷
ইতিমধ্যেই ভিডিওটি কয়েক লক্ষ ভিউ পেয়েছে৷ তার সঙ্গে নেটিজেনরা দেদার কমেন্ট করছেন , দিচ্ছেন মজার মজার রিঅ্যাকশনও৷ কেউ কেউ যেমন মজা নিচ্ছেন এই ভিডিও থেকে৷ কেউ কেউ আবার রাস্তার মধ্যে এভাবে নাচাকে বিপদ্দজনক বলে বলছেন৷ কারোর আবার দাবি কী করে কেউ ছেঁড়া জিনস ও ক্রপ টপ পরে বাজারের মাঝে এভাবে লাস্য বিলোতে পারে!