Howrah News: বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে না খেয়ে ফিরবে না আজ কেউ, মানুষের ঢল অন্নকূট উৎসবে

Last Updated:

এ বছর দুর্গা মায়ের এই অন্নকূট উৎসবে পোলাও সঙ্গে আলুর দম, চাটনি পাঁপড় এবং বোঁদে খাওয়ানো হয়৷

+
অন্নকূট

অন্নকূট উৎসব

#হাওড়া: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। থিম পুজোয় মেতে উঠেছে মানুষ তবে একসময় বনেদি বাড়ির আধিপত্য ছিল বেশি, একটা সময় থেকে বারোয়ারি দুর্গ পুজোর চল বেশি হতে হতে এখন থিম পুজোর জৌলুস বেড়েছে, থিম পুজোয় বেশি আগ্রহ মানুষের। তবে বনেদি বাড়ির দুর্গা পুজোর রীতিনীতি ঐতিহ্য বহন করে চলেছে আজও তা মা কালীর মনকে ভীষণভাবে আকৃষ্ট করে। বনেদি বাড়ির পুজোতে বাড়ির সদস্যদের পাশাপাশি পার্শ্ববর্তী প্রতিবেশীরাও যে পুজোর আনন্দে মেতে উঠে, তা যুগ যুগান্তর ধরে চলে আসছে।
সেরকমই চিত্র দেখা গেল শুক্রবার উলুবেরিয়া দু'নম্বর ব্লকের ঘরভাঙ্গা বাসুদেবপুর বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দুর্গা পুজোয় অনুষ্ঠিত হলো অন্নকূট উৎসব। প্রসঙ্গত গত দু'বছর করোনা মহামারীর কারণে বন্ধ ছিল এই উৎসব। পরিস্থিতি এ বছর স্বাভাবিক হওয়ায় বাসুদেবপুর বালক বিন্দের পরিচালনায় এবং বাসুদেবপুর পূর্বপাড়া বন্দ্যোপাধ্যায় বাড়ির সহযোগিতায় অনুষ্ঠিত হয় দুর্গাপুজো, আর সেই দুর্গাপূজা উপলক্ষেই দ্বাদশীর দিন অন্নকূট উৎসবে ঘরভাঙ্গা রঘুদেবপুর গ্রাম সহ আশেপাশের গ্রামের কয়েক হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
advertisement
advertisement
জানা যায় এ বছর বাসুদেবপুর বন্দ্যোপাধ্যায় পরিবারের এই পুজো ২৫ তম বর্ষে পদার্পণ করেছে। সেই ২৫ তম বর্ষে, একাদশীর দিন মা দুর্গাকে নিরঞ্জন করা হলেও দ্বাদশীর দিন রীতি নীতি মেনে বাসুদেবপুর বালক বৃন্দের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো অন্নকূট উৎসব। গত কয়েক বছর যাবত হয়ে আসছিল খিচুড়ি ভোগ কিন্তু এ বছর তা একটু বদল আনা হয়।
advertisement
এ বছর দুর্গা মায়ের এই অন্নকূট উৎসবে পোলাও সঙ্গে আলুর দম, চাটনি পাঁপড় এবং বোঁদে খাওয়ানো হয়৷ এদিন সমস্ত গ্রামবাসী পুরুষ মহিলা ৮ থেকে ৮০ সকলের এই অন্নকূট উৎসবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, গ্রামের মানুষের কাছে এই উৎসব এক অন্য মাত্রায়, গত দু'বছর করোনা আবহে থমকে পড়েছিল এ বছর যেমনি উদ্যোক্তাদের আয়োজন তেমনি সাধারণ গ্রামের মানুষের উৎসাহ উদ্দীপনা স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ার মতো।
advertisement
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে না খেয়ে ফিরবে না আজ কেউ, মানুষের ঢল অন্নকূট উৎসবে
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement