সেখানে দেখা গিয়েছে, কর্ণাটকের একটি গ্রামে ঘুরছে কমোডো ড্রাগন। আর তা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। কী করে কমোডো ড্রাগন ভারতে প্রবেশ করল, তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন, বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয়, কড়া নজরদারি ইডি-র
advertisement
আরও পড়ুন, হাতে আর মাত্র ১৭ দিন! ঘুরছে ভাগ্যের চাকা, হু হু করে টাকা আসবে ৩ রাশিতে
জানা গিয়েছে, কর্ণাটকের ঘনবসতিপূর্ণ এলাকায় কমোডো ড্রাগনটিকে দেখা গিয়েছে। এর আকার ৬ ফুটের মতো। সাধারণত ইন্দোনেশিয়ায় এই প্রাণীর দেখা মেলে। কিন্তু ভারতে এই প্রাণী দেখা মেলায় হতবাক সকলে। কী করে এই প্রাণী ওই এলাকায় এল তার খোঁজখবর শুরু হয়েছে। ওই এলাকার বাসিন্দা দিলীপ নামে এক যুবকের বাড়িতে কমোডো ড্রাগনটিকে দেখা যায়।
প্রাণীটিকে ধরা গিয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। সাধারণত, হাঁস, মুরগি, কুকুর, ছাগল, সাপের মতো প্রাণী খেয়ে থাকে কমোডো ড্রাগন। কমোডো ড্রাগনের বিভিন্ন জাতি রয়েছে। এর বেশ কিছু জাতি খুবই হিংস্র হয়ে থাকে। অনেক সময়ে এই কমোডো ড্রাগনের আক্রমণের মুখে পড়ে মানুষও। কিন্তু ভারতে হঠাৎ এমন প্রাণীর ছবি সামনে আসায় স্বাভাবিক ভাবেই হতবাক অনেকে।