TRENDING:

Viral News: বাড়ির ভিতে ৪০০ কেজি-র সিন্দুক! রাজস্ব দফতর তালা ভাঙতেই চক্ষু চড়কগাছ

Last Updated:

Andhra Pradesh News: কী রয়েছে সিন্দুকের ভিতরে, কোন রাজার আমলের মোহর মিলবে, থাকতে পারে গয়না! উৎসাহে গোটা গ্রাম ভেঙে পড়েছিল সেই বাড়িতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হায়দরাবাদ: বাড়ি ভাঙতেই বেরিয়ে এল সিন্দুক। কী রয়েছে সিন্দুকের ভিতরে, কোন রাজার আমলের মোহর মিলবে, থাকতে পারে গয়না! উৎসাহে গোটা গ্রাম ভেঙে পড়েছিল সেই বাড়িতে।
বাড়ির ভিতে ৪০০ কেজি-র সিন্দুক! রাজস্ব দফতর তালা ভাঙতেই চক্ষু চড়কগাছ
বাড়ির ভিতে ৪০০ কেজি-র সিন্দুক! রাজস্ব দফতর তালা ভাঙতেই চক্ষু চড়কগাছ
advertisement

অন্ধ্র প্রদেশের করিভেমুলা এলাকার ঘটনা। জানা গিয়েছে স্থানীয় বাসিন্দা নরসিমহুলু কৃষ্ণ রেড্ডির একটি পুরনো বাড়ি কিনেছিলেন। সেই বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরির জন্য পুরনো অংশ ভেঙে ফেলার কাজ শুরু করেন তিনি।

ভাঙাভাঙি চলার সময়ই বাড়ির ভিত থেকে একটি বহু পুরনো সিন্দুক উদ্ধার করেন কর্তব্যরত শ্রমিকেরা। সেই সিন্দুক এতই ভারী ছিল যে নরসিমহুলু এবং অন্য কর্মচারীরা মিলে তা বের করতে পারেননি। নিয়ে আসা হয় ট্র্যাক্টর। তবে ততক্ষণে গোটা গ্রামে খবর চাউর হয়ে গিয়েছে। বাড়ির বাইরে জমে গিয়েছে ভিড়। কী রয়েছে ওই সিন্দুকে তা জানতেই উৎসাহী গোটা গ্রাম।

advertisement

আরও পড়ুন- সম্পর্কে জড়ালেও তা পরিণতি পায়নি! অবশেষে বেশি বয়সে গিয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন এই অভিনেত্রীরা

অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার করিভেমুলা গ্রামে পাওয়া ওই বিশাল সিন্দুক দেখে এলাকার বাসিন্দাদের খুশি আর ধরে না। শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে সিন্দুকটির ওজন প্রায় ৪০০ কিলোগ্রাম। তবে ভিড় জমতেই পরিবারের লোকজন পুলিশে খবর দেন।

advertisement

আরও পড়ুন- হানিমুন ছিল তাও একরকম, ঘর করা আর যাচ্ছে না উৎপাতের চোটে! ডিভোর্স চাইলে মহিলাকে এখন সর্বত্র ধাওয়া করছেন তাঁর ভূত-স্বামী!

খননকালে পাওয়া এই রহস্যময় সিন্দুক খুলতে রাজস্ব দফতরের আধিকারিক ও পুলিশের একটি দল আসে। সেখানে তাঁরা গ্যাস কাটার দিয়ে এই বাক্সের তালা খুলে দেন। বাক্সের তালা খোলার পর তাতে রাখা জিনিসপত্র খতিয়ে দেখা হয়।

advertisement

কিন্তু হতাশা ছাড়া প্রায় আর কিছুই বেরোয়নি ওই বাক্স থেকে। তালা ভাঙতেই দেখা যায় ওই বাক্সে রয়েছে ঠাসা আবর্জনা, কাগজ, বালি, লোহা ও স্টিলের টুকরো। এমন কাণ্ড দেখে ধীরে ধীরে ভিড় হালকা হয়ে যায় নরসিমহুলুর বাড়ির সামনে থেকে। হতাশ নরসিমহুলুও।

এদিকে রাজস্ব দফতরের কর্তারা জানিয়েছেন, সিন্দুকে পাওয়া সব নথিই অবৈধ। কবেকার নথিপত্র তা খতিয়ে দেখা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গ্রামের এক বাসিন্দার গলায়ঝরে পড়েছে হতাশা, ‘কোথায় ভাবলাম মোহর-টোহর থাকবে। এ তো আবর্জনা। কে ভরে রেখেছিল কে জানে!’

বাংলা খবর/ খবর/দেশ/
Viral News: বাড়ির ভিতে ৪০০ কেজি-র সিন্দুক! রাজস্ব দফতর তালা ভাঙতেই চক্ষু চড়কগাছ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল