সম্পর্কে জড়ালেও তা পরিণতি পায়নি! অবশেষে বেশি বয়সে গিয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন এই অভিনেত্রীরা

Last Updated:
Actresses Who Married After 40-50 age: বেশ খানিকটা বয়স পার করে মনের মানুষ খুঁজে পান। আজ কথা বলব, বলিউডের এমন পাঁচ অভিনেত্রীর বিষয়ে, যাঁরা বেশি বয়সেই নিজেদের জন্য জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন।
1/6
তাঁদের অভিনয় জীবন যেমন চর্চায় থাকে, তার থেকেও ঢের বেশি চর্চা হয় তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে। এমনকী কাটাছেঁড়া করা হয় তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও। সকলেই বুঝে গিয়েছেন, কথা হচ্ছে বি-টাউনের তারকাদের। রুপোলি দুনিয়ায় সম্পর্ক ক্ষণস্থায়ী। ফলে হামেশাই বিচ্ছেদের খবর ভেসে বেড়ায় বি-টাউনে। সম্পর্কে তিক্ততার জেরে অনেকেই একাকী জীবন কাটিয়ে দেন। আবার অনেকেই হাল ছাড়েন না। বেশ খানিকটা বয়স পার করে মনের মানুষ খুঁজে পান। আজ কথা বলব, বলিউডের এমন পাঁচ অভিনেত্রীর বিষয়ে, যাঁরা বেশি বয়সেই নিজেদের জন্য জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন।
তাঁদের অভিনয় জীবন যেমন চর্চায় থাকে, তার থেকেও ঢের বেশি চর্চা হয় তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে। এমনকী কাটাছেঁড়া করা হয় তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও। সকলেই বুঝে গিয়েছেন, কথা হচ্ছে বি-টাউনের তারকাদের। রুপোলি দুনিয়ায় সম্পর্ক ক্ষণস্থায়ী। ফলে হামেশাই বিচ্ছেদের খবর ভেসে বেড়ায় বি-টাউনে। সম্পর্কে তিক্ততার জেরে অনেকেই একাকী জীবন কাটিয়ে দেন। আবার অনেকেই হাল ছাড়েন না। বেশ খানিকটা বয়স পার করে মনের মানুষ খুঁজে পান। আজ কথা বলব, বলিউডের এমন পাঁচ অভিনেত্রীর বিষয়ে, যাঁরা বেশি বয়সেই নিজেদের জন্য জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন।
advertisement
2/6
এই তালিকায় প্রথমেই রয়েছে অভিনেত্রী নীনা গুপ্তা। ১৯৮২ সালে ‘সাথ সাথ’ ছবির হাত ধরে বলিউডে পদার্পণ করেছিলেন। এর পর ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার স্যর ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে সম্পর্কে জড়ান। বিবাহিত ভিভিয়ানের প্রেমে পাগল ছিলেন নীনা। ঘনিষ্ঠ সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন নীনা। এর পর ১৯৮৯ সালে তাঁদের কন্যা সন্তান মাসাবার জন্ম হয়। ভিভ-নীনার সম্পর্কের পরিণতি অবশ্য বিয়ে পর্যন্ত গড়ায়নি। রীতিমতো সমাজের বিরুদ্ধে গিয়ে কন্যা মাসাবাকে একাই বড় করার সিদ্ধান্ত নীনা। এর পাশাপাশি দক্ষতার সঙ্গে সামলান পেশাগত জীবনও। এর পর ২০০৮ সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মেহরাকে বিয়ে করেন অভিনেত্রী। বিয়ের সময় তাঁর বয়স ছিল ৪৯ বছর।
এই তালিকায় প্রথমেই রয়েছে অভিনেত্রী নীনা গুপ্তা। ১৯৮২ সালে ‘সাথ সাথ’ ছবির হাত ধরে বলিউডে পদার্পণ করেছিলেন। এর পর ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার স্যর ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে সম্পর্কে জড়ান। বিবাহিত ভিভিয়ানের প্রেমে পাগল ছিলেন নীনা। ঘনিষ্ঠ সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন নীনা। এর পর ১৯৮৯ সালে তাঁদের কন্যা সন্তান মাসাবার জন্ম হয়। ভিভ-নীনার সম্পর্কের পরিণতি অবশ্য বিয়ে পর্যন্ত গড়ায়নি। রীতিমতো সমাজের বিরুদ্ধে গিয়ে কন্যা মাসাবাকে একাই বড় করার সিদ্ধান্ত নীনা। এর পাশাপাশি দক্ষতার সঙ্গে সামলান পেশাগত জীবনও। এর পর ২০০৮ সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মেহরাকে বিয়ে করেন অভিনেত্রী। বিয়ের সময় তাঁর বয়স ছিল ৪৯ বছর।
advertisement
3/6
নব্বইয়ের দশকে সুন্দরী অভিনেত্রী মনীষা কৈরালাও রয়েছেন এই তালিকায়। বলিউডের অনেক হিট ছবিতে কাজ করেছিলেন। অনেকের সঙ্গে সম্পর্কে জড়ালেও তা বিয়ে পর্যন্ত গড়ায়নি। অবশেষে ২০১০ সালে ৪০ বছর বয়সে নিজের থেকে ৭ বছরের ছোট সম্রাট দাহালকে বিয়ে করেন মনীষা। যদিও অভিনেত্রীর এই বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি। ২০১২ সালে মনীষা-সম্রাটের পথ আলাদা হয়ে যায়।
নব্বইয়ের দশকে সুন্দরী অভিনেত্রী মনীষা কৈরালাও রয়েছেন এই তালিকায়। বলিউডের অনেক হিট ছবিতে কাজ করেছিলেন। অনেকের সঙ্গে সম্পর্কে জড়ালেও তা বিয়ে পর্যন্ত গড়ায়নি। অবশেষে ২০১০ সালে ৪০ বছর বয়সে নিজের থেকে ৭ বছরের ছোট সম্রাট দাহালকে বিয়ে করেন মনীষা। যদিও অভিনেত্রীর এই বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি। ২০১২ সালে মনীষা-সম্রাটের পথ আলাদা হয়ে যায়।
advertisement
4/6
 এই তালিকায় রয়েছেন টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী মোনা সিং। ২০০২ সালে ‘জস্সি জ্যায়সি কোই নেহি’ ধারাবাহিক দিয়ে কেরিয়ারে অভিষেক। এর পরে বহু ধারাবাহিকে কাজ করেছেন। এমনকী ফিল্ম ও ওয়েব সিরিজে অভিনয় করেও প্রচুর খ্যাতি অর্জন করেছেন। মোনার সম্পর্ক নিয়েও জল্পনা কম হয়নি। তবে ২০১৯ সালের ডিসেম্বরে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শ্যাম রাজাগোপালনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মোনা সিং। বিয়ের সময় তাঁর বয়স ছিল ৩৮ বছর।
এই তালিকায় রয়েছেন টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী মোনা সিং। ২০০২ সালে ‘জস্সি জ্যায়সি কোই নেহি’ ধারাবাহিক দিয়ে কেরিয়ারে অভিষেক। এর পরে বহু ধারাবাহিকে কাজ করেছেন। এমনকী ফিল্ম ও ওয়েব সিরিজে অভিনয় করেও প্রচুর খ্যাতি অর্জন করেছেন। মোনার সম্পর্ক নিয়েও জল্পনা কম হয়নি। তবে ২০১৯ সালের ডিসেম্বরে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শ্যাম রাজাগোপালনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মোনা সিং। বিয়ের সময় তাঁর বয়স ছিল ৩৮ বছর।
advertisement
5/6
টেলি দুনিয়ার আর এক দক্ষ ও সুন্দরী অভিনেত্রী কামিয়া পঞ্জাবিও এই তালিকায় স্থান পেয়েছেন। এই অভিনেত্রীর সম্পর্ক, বিয়ে, বিচ্ছেদ - সব কিছুই শিরোনামে থাকত। ২০০৩ সালে প্রথম বিয়ে। তার ১০ বছর পরে ভাঙে সংসার। এরই মধ্যে অনেক তারকার সঙ্গেই জড়িয়েছে তাঁর নাম। তবে ২০২০ সালের ফেব্রুয়ারিতে ৪০ বছর বয়সে প্রেমিক শলভ দঙ্গের সঙ্গে দ্বিতীয় বার গাঁটছড়া বাঁধেন কাম্যা। তাঁর সেই বিয়ে নিয়েও সংবাদমাধ্যমে চর্চা হয়েছে।
টেলি দুনিয়ার আর এক দক্ষ ও সুন্দরী অভিনেত্রী কামিয়া পঞ্জাবিও এই তালিকায় স্থান পেয়েছেন। এই অভিনেত্রীর সম্পর্ক, বিয়ে, বিচ্ছেদ - সব কিছুই শিরোনামে থাকত। ২০০৩ সালে প্রথম বিয়ে। তার ১০ বছর পরে ভাঙে সংসার। এরই মধ্যে অনেক তারকার সঙ্গেই জড়িয়েছে তাঁর নাম। তবে ২০২০ সালের ফেব্রুয়ারিতে ৪০ বছর বয়সে প্রেমিক শলভ দঙ্গের সঙ্গে দ্বিতীয় বার গাঁটছড়া বাঁধেন কাম্যা। তাঁর সেই বিয়ে নিয়েও সংবাদমাধ্যমে চর্চা হয়েছে।
advertisement
6/6
 অসাধারণ এবং দক্ষ অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন সুহাসিনী মুলে। যে কোনও চরিত্রেই সাবলীল তিনি। ঝুলিতে রয়েছে ‘দিল চাহতা হ্যায়’, ‘জোধা-আকবর’-এর মতো হিট ছবি। বহু পুরস্কারও পেয়েছেন। শুধু তা-ই নয়, বর্ষীয়ান এই অভিনেত্রী ৭২ বছর বয়সেও সক্রিয়। হিন্দি, মরাঠি ছবির পাশাপাশি কাজ করেছেন টিভি ধারাবাহিকেও। ২০১১ সালে ৬০ বছর বয়সে পদার্থবিজ্ঞানের অধ্যাপক অতুল গুর্তুর সঙ্গে সাতপাক ঘোরেন সুহাসিনী।
অসাধারণ এবং দক্ষ অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন সুহাসিনী মুলে। যে কোনও চরিত্রেই সাবলীল তিনি। ঝুলিতে রয়েছে ‘দিল চাহতা হ্যায়’, ‘জোধা-আকবর’-এর মতো হিট ছবি। বহু পুরস্কারও পেয়েছেন। শুধু তা-ই নয়, বর্ষীয়ান এই অভিনেত্রী ৭২ বছর বয়সেও সক্রিয়। হিন্দি, মরাঠি ছবির পাশাপাশি কাজ করেছেন টিভি ধারাবাহিকেও। ২০১১ সালে ৬০ বছর বয়সে পদার্থবিজ্ঞানের অধ্যাপক অতুল গুর্তুর সঙ্গে সাতপাক ঘোরেন সুহাসিনী।
advertisement
advertisement
advertisement