পুলিশের এক আধিকারিক জানিয়েছেন এই ঘটনা শুক্রবার হয়েছে৷ পুলিশের প্রাপ্ত খবর অনুযায়ি খবর পেয়ে তারা যান৷ যে মদ খেয়েছিল হাসপাতালে তার শুশ্রষার পর তাকে ছেড়ে দেওয়া হয়৷ এখন তার অবস্থা স্থিতিশীল৷
আরও পড়ুন - Mercury Transit: গ্রহ রাজপুত্র বুধের গোচর, পাঁচ রাশির জাতক-জাতিকার জীবনে দারুণ সময়
advertisement
মা জানতেন ছেলে বাড়িতেই বানাচ্ছে মদ
পুলিশ আধিকারিক জানিয়েছেন জিজ্ঞাসাবাদের দরুণ বারো বছরের ছেলেটি স্বীকার করেন নিজের মা -বাবার কেনা আঙুর দিয়েই মদ বানিয়েছিল সে৷ সে মদ বানানোর জন্য কোনও স্পিরিট বা অ্যালকোহল ব্যবহার করেনি৷ ইউটিউবে দেখা ভিডিও মেনে সে বোতল ভরে মাটির নীচে চাপা দিয়ে দিয়েছিল৷ ছেলেটির মা জানতেন যে তার ছেলে এই কাণ্ড করছে৷ কিন্তু তিনি এই বিষয়টাকে গভীরভাবে ভাবেননি৷
আরও পড়ুন - Weight Loss Tips: ওজন কমাতে পেঁয়াজ খান বিন্দাস ঢঙে, ঝপাঝপ ঝরবে মেদ
এদিকে পুলিশ খতিয়ে দেখছে যে সত্যি সত্যিই মদ তৈরিতে স্পিরিট বা অ্যালকোহল ব্যবহার করেছিল কিনা৷ যদি প্রমাণ হয় ছেলেটির তৈরি মদে এই সব কিছু মেশানো আছে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে৷ পুলিশ ছেলেটির স্কুলে এবং মা বাবাকে এই নিয়ে জানিয়ে দিয়েছে৷