TRENDING:

Viral News: যমজ বাছুরের জন্ম দিল গরু, বিরল ঘটনার সাক্ষী থাকতে উপচে পড়ল ভিড়

Last Updated:

Viral News: যা মানুষের মনে ব্যাপক কৌতূহলের উদ্রেক করেছে। ফলে মানুষ ভিড় জমাচ্ছে ওই বিরল ঘটনার সাক্ষী থাকতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মানুষের ক্ষেত্রে যমজ সন্তানের জন্মের বিষয়টা হামেশাই দেখা যায়। তবে গরুর ক্ষেত্রে বিষয়টা সচরাচর একটা দেখা যায় না। বরং গরুর যমজ সন্তান জন্ম দেওয়ার ঘটনা একেবারেই বিরল। তবে সম্প্রতিই সেই বিরল ঘটনা ঘটতে দেখা গেল হিমাচল প্রদেশের কাংড়া জেলার জওয়ালির নানা গ্রামে। সেখানে এক গরু যমজ বাছুরের জন্ম দিয়েছে। যা মানুষের মনে ব্যাপক কৌতূহলের উদ্রেক করেছে। ফলে মানুষ ভিড় জমাচ্ছে ওই বিরল ঘটনার সাক্ষী থাকতে।
অনন্য ঘটনা
অনন্য ঘটনা
advertisement

নানা গ্রামেই বাস করেন সঞ্জীব কুমার। আর তাঁর বাড়ির গরুটিই সম্প্রতি দু’টি বাছুরের জন্ম দিয়েছে। আর যমজ নবজাতক বেশ ভালই আছে। দিব্যি লাফিয়ে-ঝাঁপিয়ে খেলতে শুরু করে দিয়েছে দু’টি বাছুর। সময়ে সময়ে মায়ের দুধও খেয়ে নিতে দেখা যাচ্ছে তাদের। এদিকে যমজ বাছুরের জন্মের কথা গোটা গ্রামে ছড়িয়ে পড়তে সময় লাগেনি। ফলে গ্রাম এবং গ্রামের আশপাশের এলাকা থেকে সকলেই মা এবং যমজ সন্তানকে দেখতে আসছেন। চিকিৎসকরাও এই ঘটনাকে বিরল বলে আখ্য়া দিয়েছেন।

advertisement

যাঁর বাড়িতে এই বিরল ঘটনা ঘটেছে, সেই সঞ্জীব সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন যে, একসঙ্গে ২টি বাছুরের জন্মের কারণে পরিবারে যেন খুশির হাওয়া বইছে। আত্মীয়স্বজনদের ফোন আসছে। সকলেই মা আর সন্তানদের খবর জানতে চাইছেন। তিনি আরও বলেন যে, এমনিতে ছাগলের ২-৩টি ছানা একসঙ্গে জন্মাতে দেখা যায়। কিন্তু এই প্রথম একসঙ্গে দু’টি বাছুরের জন্ম দিল গরু।

advertisement

আরও পড়ুন: খাস কলকাতায় এ কী ধরলেন মেয়র ফিরহাদ, চমকে উঠল শহর! কী এমন ধরা পড়ল?

গ্রামবাসীরাও বিষয়টাকে বেশ অনন্য় বলে আখ্য়া দিয়েছেন। কারণ গরুর যমজ বাছুর জন্ম দেওয়ার কথা আগে কোথাও শোনা যায়নি। তাই এই খবরটি যখন চাউর হয়েছে, তখন সকলেই সঞ্জীবের বাড়িতে ভিড় জমিয়েছেন।

advertisement

আরও পড়ুন: সংসদ হানায় চর্চায় এক জুতো, কী ছিল তার মধ্যে? শুনেই চমকে যাচ্ছে গোটা দেশ

সেরা ভিডিও

আরও দেখুন
বানাবার ঝক্কি শেষ, নাড়ু এবার মিলছে বাজারেই! ১০ পিস নারকেল নাড়ুর দাম কত জানেন?
আরও দেখুন

ওই যমজ বাছুর সুস্থই রয়েছে। গ্রামবাসীরা যেন চোখ ভরে দেখছে তাদের। তাঁদের বক্তব্য়, যমজ বাছুর দেখতেও বেশ সুন্দর হয়েছে। এ-দিক সে-দিক লাফিয়ে বেড়াচ্ছে তারা। মাঝেমধ্য়ে মায়ের দুধও খাচ্ছে। আর খেলা-খুনসুটিতে মেতে থাকা যমজ বাছুরকে ক্য়ামেরাবন্দিও করছেন তাঁরা।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Viral News: যমজ বাছুরের জন্ম দিল গরু, বিরল ঘটনার সাক্ষী থাকতে উপচে পড়ল ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল