বিহারের শরিফ আলাম্মা ইকবাল কলেজের এক ছাত্র বছরের মধ্যবর্তী বিশেষ পরীক্ষা দিতে গিয়েছিল ব্রিলিয়ান্ট স্কুলে। জানা গিয়েছে, হলে ঢুকে চারিদিকে এত ছাত্রী দেখে ঘাবড়ে গিয়েই জ্ঞান হারায় সে। প্রথমে সকলেই ভেবেছিলেন, পরীক্ষায় ভয়ে হয়তো মানসিক চাপের জেরে অজ্ঞান হয় সে। পরে জানা যায়, ক্লাসরুমে ৫০ জন ছাত্রীর মাঝে তার পরীক্ষার সিট পড়েছিল।
advertisement
আরও পড়ুন: আজ বর্ধমানে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর, হতে পারে বড় ঘোষণা! তৎপরতা তুঙ্গে
আরও পড়ুন: ডুবে ডুবে ফটোশ্যুট শামার, মনোকিনিতে উন্মুক্ত বক্ষবিভাজিকার ছবি ভাইরাল
চারিদিকে এত ছাত্রী দেখে ঘাবড়ে যায় সে। ছাত্রের কাকিমা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অত মেয়ের মাঝে বসে পরীক্ষা দিতে হবে ভেবে ঘাবড়ে যায় ভাইপো। তার সঙ্গে ছাত্রের হাল্কা জ্বরও এসেছিল। ফলে সব মিলিয়ে পরীক্ষার হলে ঢুকেই জ্ঞান হারায় সে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছাত্রের নাম শঙ্কর। আপাতত তাকে সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে। ধীরে ধীরে সুস্থ হচ্ছে সে।