TRENDING:

Viral News: বাড়িতে চুরি করতে এসে খিচুড়ি রান্না করে খাচ্ছিল চোর ! গ্রেফতার সহজেই

Last Updated:

Assam Thief Cooks Khichdi in the Middle of Burglary: পুলিশ জানিয়েছে, একটি বাড়িতে ঢুকে দামি দামি জিনিস চুরি করতে গিয়ে হঠাৎই খিচুড়ি বানাতে শুরু করে একটি চোর ৷ ব্যস, এরপর ধরা পড়তে আর বেশি সময় লাগেনি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুয়াহাটি: চুরি করতে এসে খিচুড়ি রান্না করতে গিয়ে ধরা পড়ল চোর ! হ্যাঁ এমন অবাক করার মতোই ঘটনা ঘটেছে গুয়াহাটিতে (Guwahati) ৷ পুলিশ জানিয়েছে, একটি বাড়িতে ঢুকে দামি দামি জিনিস চুরি করতে গিয়ে হঠাৎই খিচুড়ি বানাতে শুরু করে একটি চোর (Viral News) ৷ ব্যস, এরপর ধরা পড়তে আর বেশি সময় লাগেনি ৷ এই ঘটনা জানাজানি হওয়ার পর অবাক প্রত্যেকেই (Assam Thief Cooks Khichdi in the Middle of Burglary) ৷
Representative Image
Representative Image
advertisement

আরও পড়ুন-ডিম আর দুধ একসঙ্গে খাওয়া কি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? উত্তর দিলেন বিশেষজ্ঞরা

গুয়াহাটি পুলিশের পক্ষ থেকে মজা করেই ট্যুইট করা হয়, ‘‘ এ হল এক খিচুড়ি চোরের গল্প ! এই খাবার স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো ৷ তবে চুরি করতে গিয়ে এমন কাজ করলে ধরা পড়ার ভয় থাকছেই ৷ চোর ধরা পড়েছে ৷ এবং গুয়াহাটি পুলিশ তাকে এখন গরম খাবার দিচ্ছে ৷ ’’ ঘটনাটি ঘটেছে গুয়াহাটির হেঙ্গেরাবাড়ি এলাকায় ৷

advertisement

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

চোরটিকে বাড়িতে চুরি করতে ঢুকতে দেখেই পাড়া প্রতিবেশীরাই পুলিশকে খবর দেন ৷ এরপর পুলিশ এসে দেখে চোরটি বাড়ির রান্নাঘরে খিচুড়ি বানাতে ব্যস্ত ৷ ব্যস তারপরে তাকে ধরতে আর বেশি সময় লাগেনি ৷ নেটিজেনরা এই ঘটনা নিয়ে হাসাহাসি করলেও অনেকেরই বক্তব্য, চোরটির নিশ্চয় খুব খিদে পেয়েছিল ৷ হয়তো অনেক দিন সে কিছু খায়নি ৷ তাই এমন করেছে ৷ তবে যাই হোক না কেন, এমন ঘটনা যে অবাক করার মতোই, তা আর বলার অপেক্ষা রাখে না ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Viral News: বাড়িতে চুরি করতে এসে খিচুড়ি রান্না করে খাচ্ছিল চোর ! গ্রেফতার সহজেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল