আশ্চর্য হলেও সত্যি। সম্প্রতি এমনই এক অস্ত্রোপচারের নিদর্শন রেখেছে বিহারের নালন্দা সদর হাসপাতালের চিকিৎসকদের একটি দল।
৬১ বছর বয়সী এক মহিলার পেট থেকে ১০ কেজি ওজনের সিস্ট বের করা হয়েছে বলে জানা গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই পেটের ব্যথার সমস্যায় ভুগছিলেন ওই মহিলা। বিহার শরিফ সদর হাসপাতালের চিকিৎসক দল অস্ত্রোপচার করে তাঁর পেট থেকে বিরাটাকার ওই সিস্ট বের করে আনতে সফল হয়েছেন। আপাতত তিনি সুস্থই রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তবে আগামী ৭ দিন তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
advertisement
আরও পড়ুন: ঘন ঘন হাই ওঠা শরীরের ক্ষতি করে! গভীর বিপদের সংকেত জেনে সাবধান হোন
জানা গিয়েছে, অস্থাওয়ান ব্লকের বাসিন্দা কানহাইয়া রাউতের স্ত্রী সুন্দরী দেবী গত তিন মাস ধরে পেটের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। সেই পরিস্থিতিতে গত ২৭ জুলাই তিনি সদর হাসপাতালে আসেন। সেখানে চিকিৎসকরা তাঁকে আল্ট্রাসাউন্ড পরীক্ষা করার পরামর্শ দেন। তাতেই ধরা পড়ে ওই মহিলার পেটে একটি সিস্ট রয়েছে, বড় আকারের। এরপর গত বৃহস্পতিবার ডা. রাজীবরঞ্জন, ডা. রাজশেখর এবং ডা. প্রশান্ত সফল ভাবে অস্ত্রোপচার করে মহিলাকে নতুন জীবন দিয়েছেন। ওই হাসপাতালেই অস্ত্রোপচার ও চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: খাবার খেয়েই মিষ্টি খেতে ইচ্ছে করে? আপনি মারণরোগে আক্রান্ত হতে পারেন!
অন্যদিকে ডা. রাজীবরঞ্জন জানান, সদর হাসপাতালে চিকিৎসা পরিষেবা আগের চেয়ে অনেক ভাল হয়েছে। রোগীরা চিকিৎসকের পরামর্শ ও নির্দেশ মেনে চললে সব দিক রক্ষা করা সম্ভব। পাশাপাশি তিনি দাবি করেন, রোগী ও তাঁর পরিজনদের ধৈর্য ধরতে হবে।
নালন্দার শল্যচিকিৎসক ডা. অবিনাশ কুমার সিং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দলকে অভিনন্দন জানিয়েছেন। সরকারি হাসপাতালে সমস্ত রকম চিকিৎসার সুযোগ রয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, দালালদের ফাঁদে পা না-দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে চিকিৎসা ও অস্ত্রোপচারের বিষয়ে কথা বলতে হবে।
রোগিণীর স্বামী কানহাইয়া রাউত জানান, বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করার মতো টাকা তাঁর কাছে নেই। তাই তিনি সরকারি হাসপাতালের উপরেই ভরসা করেছিলেন। তিনি যে কোনও ভুল করেননি তা প্রমাণ করে দিয়েছেন চিকিৎসকরা।