TRENDING:

villagers give talibani punishment to man and lover: করবাচৌথে বয়ফ্রেন্ডকে বাড়িতে ডাকেন গৃহবধু, ও‍ত পেতেছিল গ্রামবাসীরা, ধরা পড়তেই যা হল...

Last Updated:

villagers give talibani punishment to man and lover: গ্রামবাসীরা মহিলাকে একটি গাছে বেঁধে রেখেছে৷ ছেলেটিকে পশুর মতো দড়ি দিয়ে বেঁধে মাটিতে ফেলে রাখা হয়েছে৷ এই সময় গ্রামবাসীরা মহিলার সম্মানও নষ্ট করছে। একটি শাড়ি দিয়ে কোনও মতে ঢেকে রাখা হয়েছে মহিলার শরীর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অবৈধ প্রেম গৃহবধুর, হাতে পেতেই গ্রামবাসীদের নারকীয় অত্যাচার
অবৈধ প্রেম গৃহবধুর, হাতে পেতেই গ্রামবাসীদের নারকীয় অত্যাচার
advertisement

গ্রামবাসীরা প্রেমিক-প্রেমিকাকে গ্রামের ঠিক মাঝখানে বেঁধে রেখেছিল৷ তারপর দুজনকে ঘিরে ধরে মারধর ও কটুক্তি করা হয়। শুধু তাই নয়, মহিলার সঙ্গে মারধরের পাশাপাশি গ্রামবাসীরা তার সম্মানও নষ্ট করেছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন: হতে পারতেন ডাক্তার, জীবনের এক ভুলেই সব শেষ! বাবা সিদ্দিকি হত্যার ঘটনায় অভিযুক্ত ধর্মরাজের কাহিনি জানুন

advertisement

ভিডিওতে দেখা গিয়েছে, গ্রামবাসীরা মহিলাকে একটি গাছে বেঁধে রেখেছে৷ ছেলেটিকে পশুর মতো দড়ি দিয়ে বেঁধে মাটিতে ফেলে রাখা হয়েছে৷ এই সময় গ্রামবাসীরা মহিলার সম্মানও নষ্ট করছে। একটি শাড়ি দিয়ে কোনও মতে ঢেকে রাখা হয়েছে মহিলার শরীর৷ কিন্তু গ্রামবাসীরা সেটা ধরেও টানাটানি করেছে৷

জানা গিয়েছে, ওই মহিলার স্বামী গুরগাঁওয়ে কাজ করতে গিয়েছিলেন৷ আর সেই ফাঁকেই  স্ত্রী গ্রামের এক যুবকের সঙ্গে প্রেম চালাচ্ছিল। এই ঘটনা না কি বেশ অনেকদিন ধরেই চলছিল৷ গ্রামবাসীরা প্রথমে বিষয়টা গুরুত্ব না দিলেও পরে তক্কে তক্কে ছিল৷ সুযোগ পেতেই দুজনকে হাতে না হাতে ধরা হয়৷ আর তারপর চলে নির্মম অত্যাচার৷

advertisement

আরও পড়ুন : গ্যাস লিক করে অক্সিজেন সিলিন্ডারের ভয়াবহ বিস্ফোরণ! নিমেশে শেষ গোটা পরিবার

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

করবাচৌথের দিন ওই মহিলা প্রেমিককে নিজের ব্রত ভাঙার জন্য ডাকেন। দুজনের কারওরই আন্দাজ ছিল না কী অপেক্ষা করছে তাদের ভাগ্যে৷ আগেভাগেই প্রস্তুত থাকা গ্রামবাসীরা তাদের হাতেনাতে ধরে ফেলে এবং এরপর শুরু হয় তাদের প্রতি তালিবানি শাস্তি। এই ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ বিষয়ে থানার সিও সালোন বলেছেন যে, ঘটনা তার জানা রয়েছে। গ্রামবাসীদের বিরুদ্ধে ক্ষতিগ্রস্থদের পক্ষ থেকে অভিযোগ পেলেই আইন মেনে  কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
villagers give talibani punishment to man and lover: করবাচৌথে বয়ফ্রেন্ডকে বাড়িতে ডাকেন গৃহবধু, ও‍ত পেতেছিল গ্রামবাসীরা, ধরা পড়তেই যা হল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল