TRENDING:

Drunk Man Tries To Play With Cobra: আস্ত এক কোবরার সঙ্গে খেলছে যুবক! তারপর যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল, জানলে চমকে উঠবেন!

Last Updated:

Drunk Man Tries To Play With Cobra: সাপটি প্রথমে ক্যাম্পাস চত্বরে ঢুকে পড়ে৷ তখন নাগরাজু এটিকে ধরার চেষ্টা করে। কোবরাটি প্রথমে ভয় পেয়ে ঝোপের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করে৷ কিন্তু তারপরও সে সাপটিকে ধরে রাস্তায় নিয়ে আসে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অমরাবতী: এক ভাইরাল ভিডিওতে অন্ধ্র প্রদেশের একজন ব্যক্তিকে কোবরার সঙ্গে খেলা করতে দেখা যায়৷ বিপজ্জনক সেই ভিডিওতে দেখে লোকটিকে নেশাগ্রস্ত বলেই মনে হচ্ছে৷
এক ভাইরাল ভিডিওতে অন্ধ্র প্রদেশের একজন ব্যক্তিকে কোবরার সঙ্গে খেলা করতে দেখা যায়
এক ভাইরাল ভিডিওতে অন্ধ্র প্রদেশের একজন ব্যক্তিকে কোবরার সঙ্গে খেলা করতে দেখা যায়
advertisement

ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের সত্যসাই জেলার কাদিরি অঞ্চলে। ভিডিওতে দেখা লোকটির নাম নাগরাজু৷ ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, সাপটি সেখানকার এক ডিগ্রি কলেজের মাঠে ঢুকে পড়েছে৷ আর সেই নেশাগ্রস্ত মানুষটি সেই কোবরাটিকে সামলানোর চেষ্টা করছেন।

আরও পড়ুন: সরকারি নথিতে মৃত, নিজেকে জীবিত প্রমাণ করতে ঘটালেন এই ভয়ঙ্কর ঘটনা!

সাপটি প্রথমে ক্যাম্পাস চত্বরে ঢুকে পড়ে৷ তখন নাগরাজু এটিকে ধরার চেষ্টা করে। কোবরাটি প্রথমে ভয় পেয়ে ঝোপের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করে৷ কিন্তু তারপরও সে সাপটিকে ধরে রাস্তায় নিয়ে আসে৷

advertisement

আরও পড়ুন: ডার্ক চকোলেটের ভিতর দাঁতের পাটি! পুরো ঘটনা জানলে চমকে উঠবেন

পথচলতি মানুষেরা তাঁকে বারবার থামানোর চেষ্টা করলেও নেশার ঘোরে থাকায় সে কারওর কথা শুনতে রাজি ছিল না৷ ভিডিওতে নাগরাজুকে বারবার কোবরার মাথায় আঘাত করতে দেখা যায়৷ প্রত্যক্ষদর্শীরা তাঁকে থামতে বলেও ব্যর্থ হয়৷ অনেকের দাবি তিনি কয়েকবার কোবরার গায়ে পাও দিয়েছেন৷ এর ফলে শেষ অবধি সাপটি তাঁকে কামড়ে দেয় ৷

advertisement

advertisement

পরিস্থিতির অবনতি হলে, পথচলতি মানুষেরা অ্যাম্বুলেন্স ডাকে। প্রাথমিক চিকিৎসার জন্য নাগারাজুকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

সোশ্যাল মিডিয়াতে লোকটিকে অনেকেই কাণ্ডজ্ঞানের মতো কাজ করার জন্য সমালোচনা করেছেন৷ অনেকেই মন্তব্য করেছেন সাপের সঙ্গে এই ধরনের কাজ করা উচিত নয়৷ যে কোনও মুহূর্তে বড় সড় বিপদ হয়ে যেতে পারত

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Drunk Man Tries To Play With Cobra: আস্ত এক কোবরার সঙ্গে খেলছে যুবক! তারপর যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল, জানলে চমকে উঠবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল