TRENDING:

পড়া না পারায় ছাত্রদের বেধড়ক মারধর শিক্ষকের ! ভিডিও প্রকাশ হতেই ভাইরাল

Last Updated:

এলাহাবাদ থেকে ২০ কিলোমিটার দূরে শান্তিপুরের রুদ্র প্রয়াগ বিদ্যামন্দির স্কুলে যা ছবি দেখা গেল, তা দেখে শিউরেই উঠতে হয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#এলাহাবাদ: পড়া না পারলে বা ক্লাসের পরীক্ষায় না পড়ে এলে অনেক সময়েই শিক্ষকরা ছাত্রদের হাতে স্কেলের বাড়ি বা কানমোলা দিয়ে থাকেন ৷ বর্তমান সময় স্কুলের নিয়ম-কানুনে কড়াকড়িতে সেটুকু করারও সাহস পান না শিক্ষক-শিক্ষিকারা ৷ কিন্তু উত্তর প্রদেশের এলাহাবাদ থেকে ২০ কিলোমিটার দূরে শান্তিপুরের রুদ্র প্রয়াগ বিদ্যামন্দির স্কুলে যা ছবি দেখা গেল, তা দেখে শিউরেই উঠতে হয় ৷ ভিডিওতে দেখা যাচ্ছে লাঠি দিয়ে প্রায় পুলিশের মতো ছাত্রদের পেটাচ্ছেন এক শিক্ষক ! ভিডিও প্রকাশ হতেই মূহূর্তের মধ্যেই তা ভাইরাল ৷
advertisement

পড়া না পারার জন্য প্রথমে লাইন দিয়ে দাঁড় করানো হয় বেশ কয়েকজন ছাত্রদের ৷ এরপরে লাঠি দিয়ে বেদম প্রহার শুরু করেন ওই শিক্ষক ৷ তিনি আবার স্কুলের প্রিন্সিপাল বা প্রধান শিক্ষক ৷ ছাত্রদের অনেক কাকুতি-মিনতি সত্ত্বেও মন গলেনি তাঁর ৷ হাতে-পায়ে এলোপাথাড়ি মারতে থাকেন ওই শিক্ষক ৷

জানা যাচ্ছে, ক্লাস রুমের ফ্যান চলছিল না। সেই অভিযোগ জানাতে যায় ছাত্ররা। সব শুনে ছাত্রদের অন্য একটি ক্লাসরুমে পাঠিয়ে দেন প্রধান শিক্ষক। কিছুক্ষণ পর ক্লাসে গিয়ে কেমিস্ট্রির পড়া ধরা শুরু করেন। অভিযোগ, সিলেবাসের বাইরে থেকে ছাত্রদের কঠিন কঠিন প্রশ্ন করা হচ্ছিল। যেসব ছাত্ররা পড়া পারেনি, তাদের ক্লাসের বাইরে বের করে দেওয়া হয়। তারপর ক্লাসরুমের বাইরে বেধড়ক পেটানো হয়। কয়েকজন ছাত্রের আঘাত গুরুতর ছিল। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারধরের ছবি তোলেন স্কুলেরই আরেক শিক্ষক ৷ ঘটনাটি প্রকাশ্যে আসতেই তুমুল হইচই পড়ে যায় ৷ তবে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷

বাংলা খবর/ খবর/দেশ/
পড়া না পারায় ছাত্রদের বেধড়ক মারধর শিক্ষকের ! ভিডিও প্রকাশ হতেই ভাইরাল