TRENDING:

Delhi Metro | Viral Video: মেট্রোর ভিতরেই, একী কাণ্ড! গভীর আলিঙ্গনে ডুবে ঠোঁটে ঠোঁট! দিল্লির মেট্রোর ভাইরাল ভিডিও ঘিরে তুমুল শোরগোল

Last Updated:

সম্প্রতি এক মেট্রো যাত্রীর পোশাকের ভিডিও-ও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ তা নিয়েও কম কথা হয়নি৷ তবে তরুণী জানিয়েছিলেন, নিজের রক্ষণশীল পরিবারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ওই পোশাক পরেছিলেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সঞ্জয় লীলা বনশালির ‘হম দিল দে চুকে সনম’-এর সেই আইকনিক দৃশ্য! টিকিট কাটা নেই৷ এদিকে টিকিট চেকারকে এড়াতে কিছু তো একটা করতে হবে! হঠাৎই নন্দিনীর মনে পড়ে গেল আগে ট্রেনে দেখা এক প্রেমিক-প্রেমিকার আশ্লেষে আলিঙ্গনের দৃশ্য৷ মাথায় এল উপায়৷ জড়সড় হয়ে স্বামী বলরাজকেও বলল সে কথা৷ তারপর...সেই দৃশ্যায়ন৷ শুধুমাত্র একটা আলিঙ্গনের দৃশ্য যে কতটা নিবিড়, কতটা ঘনিষ্ঠ মুহূর্ত হয়ে উঠতে পারে, অত্যন্ত অদ্ভুত ভাবে তা ওই দৃশ্যে ফুটিয়ে তুলেছিলেন পরিচালক৷
advertisement

সম্প্রতি, দিল্লি মেট্রোতেও নাকি দেখা মিলেছে এমনই এক দৃশ্যের৷ সিনেমা নয়, নিটোল বাস্তবে৷ গভীর আলিঙ্গন, ঠোঁটে ঠোঁট রেখে নিবিড় চুম্বন৷ কে আছে ধারে কাছে, কোনও আড়চোখ দেখছে কি? সেই সমস্ত বাঁকা কথা, বাঁকা চোখের তোয়াক্কা না করে এক্কেবারে প্রেমে ডুবে যাওয়া৷ মন্দ কি ভালবাসার একটুখানি উদযাপনে?

আরও পড়ুন: ১০ শতাংশ কমতে চলেছে রান্নার গ্যাসের দাম! নতুন ফর্মুলা আনছে কেন্দ্র, ফিরবে কি স্বস্তি!

কিন্তু, এটা তো ভারত৷ তাই বিষয়টা আড়চোখে তাকানোতেই থেমে থাকেনি৷ দিল্লি মেট্রোর তরুণ-তরুণীর সেই নিবিড় চুম্বনের ভিডিও কোনও একজ সহযাত্রী তুলে নিয়েছিল নিজের মোবাইল ক্যামেরায়৷ তারপর, সেই ভিডিও সে পোস্টও করে সোশ্যাল মিডিয়ায়৷ তারপর আর দেখে কে, হুহু করে ভাইরাল হয় সেই ভিডিও৷

advertisement

মেট্রোর কামরার মধ্যে তরুণ-তরুণীর চুম্বন দৃশ্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে নেটিজেনদের মধ্যে৷ বেশির ভাগ মানুষই বলছেন, এবার অন্তত আমাদের সাবালক হওয়ার সময় এসেছে৷ মানুষ-মানুষীর মধ্যে চুম্বন, খুব স্বাভাবিক একটি ঘটনা, তা নিয়ে এই কেলেঙ্কারিটা না বাাঁধালেই হয়৷ আবার এক পক্ষ বলছে, ব্যক্তিগত মুহূর্ত তো আড়ালে আবডালেই থাকা উচিত৷ তা তো একেবারে নিজস্ব, নিজেদের৷ তাকে আবার সর্বসমক্ষে, হাটেবাজারে আনা কেন?

advertisement

আরও পড়ুন: পৈশাচিক কাণ্ড! সাপের থেকে বদলা নিতে সাপকেই কামড়, ভাইরাল ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সম্প্রতি এক মেট্রো যাত্রীর পোশাকের ভিডিও-ও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ তা নিয়েও কম কথা হয়নি৷ তবে তরুণী জানিয়েছিলেন, নিজের রক্ষণশীল পরিবারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ওই পোশাক পরেছিলেন তিনি৷

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Metro | Viral Video: মেট্রোর ভিতরেই, একী কাণ্ড! গভীর আলিঙ্গনে ডুবে ঠোঁটে ঠোঁট! দিল্লির মেট্রোর ভাইরাল ভিডিও ঘিরে তুমুল শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল