একসময় বিনোদন জগতে দাপটের সঙ্গে রাজত্ব করেছেন স্মৃতি ৷ কিঁউকি শাশ ভি কভি বহু থি সিরিয়াল দিয়ে ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন স্মৃতি ৷ তবে এবারের নাচের সঙ্গে বিনোদনের অবশ্য কোনও সরাসরি যোগ নেই ৷ বস্ত্র, মহিলা ও শিশু কল্যান বিভাগের মন্ত্রী স্মৃতি গুজরাতের ভাবনগরে মহিলাদের উন্নয়নমূলক কর্মসূচিতে গিয়েছিলেন ৷ অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল স্বামী নারায়ণ গুরুকুলের পক্ষ থেকে ৷
advertisement
আরও পড়ুন - Ind vs Ban: বাংলাদেশকে হারিয়ে যে নজিরগুলি তৈরি করল বিরাট কোহলির টিম ইন্ডিয়া
সেখানে মেয়েরা সাংস্কৃতিক নৃত্য করছিল ৷ উদ্যোক্তাদের অনুরোধে কেন্দ্রীয় মন্ত্রী স্টেজে উঠে নাচে অংশ নেন ৷ ‘তলোয়ার রাস’ নামের বিশেষ নৃত্যশৈলী পারফর্ম করেন স্মৃতি ৷ গুজরাত ও রাজস্থানে এটি অত্যন্ত প্রসিদ্ধ নৃত্যশৈলী ৷ সেখানে দু হাতে তলোয়ার নিয়ে অবলীলায় নাচ করেন স্মৃতি ৷
স্মৃতির নাচের এই ভিডিও এখন ভাইরাল ৷
আরও দেখুন