

দুরন্ত টিম ইন্ডিয়া ৷ প্রতিপক্ষ যেই হক বিরাট এন্ড কোংয়ের অসাধারণ পারফরম্যান্সের ধারা অব্যহত ৷ বাংলাদেশকে প্রথম টেস্টে হারানোর পরেও দারুণ কিছু মাইলস্টোন অর্জন করল ভারতীয় দল ৷ Photo Courtesy- BCCI/ Twitter


অধিনায়ক হিসেবে সৌরভ-আজহার- ধোনিকে টপকে গেলেন বিরাট কোহলি ৷ সৌরভের জয়ের তালিকায় অধিনায়ক হিসেবে ইনিংসে জয়ের সংখ্যা ৭ টি , বাকি ২ জনের মধ্যে আজহারের ৮ টি ও ধোনির ৯ টি এবার বাংলাদেশকে ইনিংস ও ১৩০ রানে হারিয়ে তিনি ১০ টি ইনিংস জয়ী দলের অধিনায়ক হলেন ৷ Photo Courtesy- BCCI/ Twitter


এই নিয়ে তৃতীয় বার ভারতীয় দল পরপর তিনটি টেস্টে ইনিংসে জিতল ৷ প্রথমবার হয়েছিল ১৯৯২-৯৩ সালে, দুটি ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে আর একটি ছিল জিম্বাবোয়ের বিরুদ্ধে ৷ দ্বিতীয়বার এই কৃতিত্ব ভারত দেখিয়েছিল ১৯৯৩-৯৪ সালে তিনটি ম্যাচই ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে ৷ আর তৃতীয়বার এই নজির ভারত গড়ল ২০১৯-২০ সালে এর মধ্যে দুটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আর একটি বাংলাদেশের বিরুদ্ধে ৷ Photo Courtesy- BCCI/ Twitter