রাজ্য সভায় পাশ হওয়া পর বিভিন্ন সংস্থায় তাদের নিয়ম বদলেছেন ৷ ভায়াকম ১৮ তাদের সংস্থার মহিলা কর্মীদের ৯ মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটির ঘোষণা করেছেন ৷ অনেকসময় মা হওয়ার পর মহিলারা বাধ্য হন চাকরি ছেড়ে দিতে ৷ প্রতিভাবন মহিলারা যাতে সংস্থা ছেড়ে না চলে যায় তাই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে সংস্থার তরফে ৷
advertisement
এর পাশাপাশি কাজে যোগ দেওয়ার পর তিন মাসের জন্য ফ্লেক্সিবল ওয়র্কিং আওয়ার্সের সুবিধা পাবেন মহিলারা ৷ যে মহিলারা সন্তা দত্তক নেবেন তারাও এই ছুটি পাবেন ৷ অন্যদিকে পুরুষকর্মীরা এবার থেকে পাবেন ৩০ দিনের পিতৃত্বকালীন ছুটি ৷ হেলথ ক্যাম্পেরও ব্যবস্থা করা হবে সংস্থার তরফে ৷
এছাড়াও গর্ভবতী অবস্থায় মেডিকেল চেক আপের জন্য ছুটি পাবেন মহিলা কর্মীরা ৷ পরিসংখ্যা অনুযায়ী, প্রায় ৪৮ শতাংশ মহিলা মা হওয়ার পর চাকরি ছেড়ে দেয় ৷ শুরু থেকেই মা ও সন্তানের মধ্যে সম্পর্ক যাতে আরও দৃঢ় হয় তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ এরজেরে পারিবারিক জীবনে ও কর্মক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখতে সুবিধা হবে মহিলাদের ৷