আরও পড়ুনঃ শিশু কোলে সন্দেহজনক ব্যক্তিটি কে! কাস্টমস অফিসাররা জিজ্ঞাসা করতেই যা কাণ্ড হল
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন “দুর্ঘটনাটি ডানকাউর থানা সীমানার অধীনে থাকা যমুনা এক্সপ্রেসওয়েতে ঘটেছে, যার ফলে দুটি গাড়িতে থাকা আটজন যাত্রীই আহত হয়েছেন। আহতদের পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।” আহতরা হলেন ওম প্রকাশ গয়াল (৬০), মুকেশ সাইনি (৩২), লতা দেবী (৫৭), প্রশান্ত গয়াল (২৬), পঙ্কজ (৩৫) এবং শালু গোয়াল (৩২)।
advertisement
আরও পড়ুনঃ চলে যাচ্ছে কাছের 'বন্ধু'! কেঁদে ভাসালেন বনদফতরের কর্মী
পুলিশ জানিয়েছে, ছয় এবং দুই বছর বয়সি দুই শিশুও দুর্ঘটনায় আহত হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া দুটো গাড়িই মারুতি এরটিগা ছিল। একটির রেজিস্ট্রেশন রাজস্থানের এবং অপরটির দিল্লির। পুলিশের তরফ থেকে যানজট রুখতে ক্ষতিগ্রস্থ যানবাহনগুলিকে এক্সপ্রেসওয়ে থেকে সরিয়ে দেওয়া হয়েছে।