TRENDING:

টেনে হিঁচড়ে...গর্ভাবস্থায় অত্যাচার! পান মশলা সংস্থার কর্ণধারের পুত্রবধূর মৃত্যুতে প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

Last Updated:

নামী পানমশলা সংস্থার কর্ণধারের পুত্রবধূ দীপ্তি চৌরাসিয়ার আত্মহত্যার ঘটনার তদন্তে নেমে বিস্ফোরক তথ্য উন্মোচিত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: নামী পানমশলা সংস্থার কর্ণধারের পুত্রবধূ দীপ্তি চৌরাসিয়ার আত্মহত্যার ঘটনার তদন্তে নেমে বিস্ফোরক তথ্য উন্মোচিত৷ মৃতার মায়ের দায়ের করা এফআইআরে উঠে এসেছে নতুন তথ্য৷ দিল্লি পুলিশ দীপ্তির স্বামী এবং শাশুড়ির বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে৷
টেনে হিঁচড়ে...গর্ভাবস্থায় অত্যাচার! পান মশলা সংস্থার কর্ণধারের পুত্রবধূর মৃত্যুতে প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
টেনে হিঁচড়ে...গর্ভাবস্থায় অত্যাচার! পান মশলা সংস্থার কর্ণধারের পুত্রবধূর মৃত্যুতে প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
advertisement

সূত্রের খবর, এফ আই আর-এ দীপ্তিকে ধারাবাহিকভবে মানসিক এবং শারীরিক নির্যাতন, সামাজিক বিচ্ছিন্নতা এবং বারবার অপমানের অভিযোগ করা হয়েছে৷ ইতিমধ্যেই দীপ্তির শ্বশুরবাড়ির দিল্লির বসন্ত বিহার বাসভবনে শুরু হয়েছে তদন্ত৷

আরও পড়ুন: সন্তানকে নবোদয় বিদ্যালয়, সৈনিক স্কুলে ভর্তি করানোর ইচ্ছে! ভর্তির পরীক্ষায় সহজে ‘চান্স’ পাওয়ার ফর্মুলা শেখালেন অভিজ্ঞ শিক্ষক

advertisement

মৃতার মায়ের অভিযোগ, ২০১১ সালের ফেব্রুয়ারি-মার্চে দীপ্তির স্বামী অর্পিত এবং শাশুড়ি দু’জনে মিলে দীপ্তিকে বেধড়ক মারধর করেন। ২০১১ সালের শুরুর দিকে, যখন দীপ্তি গর্ভবতী ছিলেন, তখন তাঁর স্বামী ও শাশুড়ি নাকি তাঁকে প্রথম তলা থেকে টেনে নামিয়ে মারধর করেন বলে অভিযোগ৷ দীপ্তির মায়ের দাবি, মেয়ে তাঁকে এই অত্যাচারের কথা জানিয়েছিলেন৷ সে সময় শ্বশুরবাড়ির লোকজন ক্ষমা চান এবং ভবিষ্যতে এমন ঘটনা হবে না বলে আশ্বাস দেন। ছেলেকে জন্ম দেওয়ার এক মাস পর, দীপ্তি নাকি তাঁর স্বামীর পরকীয়ার প্রমাণ পান বলেও অভিযোগ৷

advertisement

এরপর তাঁর বাবা-মা নবজাতক-সহ তাঁকে পশ্চিমবঙ্গের হাওড়ায় নিয়ে আসেন। প্রায় এক বছর পর, শ্বশুরবাড়ির লোকজন বাড়িতে এসে অনুরোধ করেন যাতে বিষয়টি সামাজিকভাবে আলোচিত না হয় এবং তাঁরা দীপ্তির যত্ন নেবেন বলে প্রতিশ্রুতি দেন। পরে স্বামী লিখিত নিশ্চয়তা দিলে যে তিনি আর ক্ষতি করবেন না, দীপ্তি আবার দিল্লিতে ফিরে যান।

আরও পড়ুন: ডিসেম্বর মাসে সূর্য, বৃহস্পতি-সহ ৫ গ্রহের গোচর, চর্তুগ্রহী যোগ…শেষ মাসেই মেষ সমেত ৫ রাশির বাম্পার লাভ, সোনায় মুড়বে কপাল

advertisement

আগের প্রতিশ্রুতি সত্ত্বেও, এফআইআর অনুযায়ী দুই-তিন বছর পর আবার নির্যাতন শুরু হয়। দীপ্তিকে নাকি অপমান করা হত, সামাজিকভাবে মানহানি করা হত, পারিবারিক অনুষ্ঠানে বাদ দেওয়া হত এবং প্রায়ই বাড়িতে একা ফেলে রাখা হত। তাঁর স্বামী ফোনে একাধিক পাসওয়ার্ড রাখতেন, যাতে দীপ্তি তা খুলতে না পারেন। ২০২৪ সালের এপ্রিল মাসে, স্বামী দুবাইয়ে থাকার সময় তিনি ফোনটি খুলে নাকি অশ্লীল কনটেন্ট পান, যা নিয়ে আবার সংঘর্ষ ঘটে।

advertisement

দীপ্তির মৃত্যুর দিন কী ঘটেছিল?

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

২৫ নভেম্বর সকালে, প্রায় ৭:৩০ মিনিটে দীপ্তি তাঁর মাকে ফোন করে জানান যে ছেলের মোবাইল ফোন নিয়ে তাঁর স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে। এরপর একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। পরবর্তীতে তাঁর শাশুড়ি জানান যে, তিনি নাকি বিমানবন্দরে ছিলেন, পাশাপাশি দাবি করেন যে তিনি জিম থেকে ফিরছিলেন। দুপুর নাগাদ পরিবারকে ফোনে জানান হয় যে দীপ্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
টেনে হিঁচড়ে...গর্ভাবস্থায় অত্যাচার! পান মশলা সংস্থার কর্ণধারের পুত্রবধূর মৃত্যুতে প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল