পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে যখন এক কৃষক চিত্রাদুর্গা জেলার হিরিউর থেকে কোলার বাজারে টমেটো নিয়ে যাচ্ছিলেন। জানা যায়, কৃষকের বোলেরো গাড়ি অন্য একটি গাড়িকে ধাক্কা মারে। সেই গাড়িটির আয়না ভেঙে যায়। গাড়ির যাত্রীরা কৃষক এবং বোলেরো চালকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। তাঁদের গাড়ির জন্য ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেন।
advertisement
আরও পড়ুন: আকাশছোঁয়া দাম! টমেটোর বিরহ ভুলে হেঁসেলে ব্যবহার করুন এই ৭ উপাদান, স্বাদে টেক্কা দেবে
তর্ক চলতে চলতে চালক ও কৃষককে গাড়িতে তুলে নেন ওই গাড়ির ব্যক্তিরা। বুদিগেরে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তাঁদের ফেলে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তাঁরা। কিন্তু ফিরে এসে কৃষক ও চালক দেখেন, যেখানে গাড়ি পার্ক করা ছিল, সেখানে আর নেই।
আরও পড়ুন: ভরপুর পুষ্টি, চাটনি হোক বা আচার, স্বাদের জুড়ি নেই, বলুন তো চালতার ইংরেজি কী? ৯৯ শতাংশই ডাহা ফেল
বোলেরো চালক শিবন্না বলেন, ‘‘দুর্ঘটনায় গাড়িটির সামান্যই ক্ষতি হয়েছে। তাও আমাদের থেকে যাত্রীরা ক্ষতিপূরণ হিসাবে ১০ হাজার টাকা দাবি করেন। এমনকি আমাদের হুমকিও দিয়েছেন। চুরি যাওয়া গাড়িতে ২১০ ক্রেট টমেটো ছিল যার মূল্য ২ লক্ষ টাকা। আমরা অবিলম্বে থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেছি।’’
শনিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ আপাতত দুষ্কৃতীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন।