এখন যাত্রীদের মনে প্রশ্ন জাগছে, ট্রেনে বন্দে ভারতের সুবিধা যুক্ত কোচ বসানো হলে কি স্লিপার কোচগুলো সরিয়ে ফেলা হবে? অথবা সুযোগসুবিধার বদলে ভাড়াও কি বাড়বে? এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন রেলমন্ত্রী নিজেই। বাজেটে ৪০ হাজার বন্দে ভারত কোচ নির্মাণের ঘোষণা করা হয়েছে। কোন শ্রেণীর ট্রেনে এগুলো স্থাপন করা হবে? জানা যাচ্ছে, সাধারণ ক্যাটাগরিতে এসি বা স্লিপার। যেহেতু বন্দে ভারত ট্রেন প্রিমিয়াম ট্রেনের মধ্যে একটি আলাদা ক্লাসের ট্রেন। তাই এর ভাড়া প্রিমিয়াম ট্রেনের চেয়ে বেশি।
advertisement
আরও পড়ুন: সাধারণ সর্দি-কাশি থেকে মলত্যাগের সময় এই বিশেষ জিনিস দেখলে সাবধান! রেকটাল ক্যানসারের উপসর্গ হতে পারে
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলছেন, দেশের ট্রেনগুলোর প্রায় ৪০ হাজার কামরার ‘এক্সপায়ারি ডেট’ শেষ হতে চলেছে। সেগুলিকেই ধীরে ধীরে বাদ দেওয়া হবে। তাঁর বদলে আসবে বন্দে ভারত এক্সপ্রেসের সুযোগসুবিধাযুক্ত কোচ। এককথায় প্রতিস্থাপন করা হবে। রেলমন্ত্রী আরও বলেন, বর্তমানে ভারতীয় রেলে বন্দে ভারত এবং অমৃত ভারত উভয় প্রযুক্তি রয়েছে। তাই পুরনো এসি কোচের বদলে নতুন এসি কোচ এবং পুরনো স্লিপার কোচের বদলে নতুন স্লিপার কোচ বসানো হবে। এতে প্রায় পাঁচ বছর সময় লাগবে। এভাবেই যাত্রীদের মনে ওঠা নানা প্রশ্নের উত্তর দিয়েছেন রেলমন্ত্রী।
আরও পড়ুন: আপনার শরীরে ক্যানসার বাসা বেঁধে নেই তো? এই খাবারগুলি খেয়ে নেওয়ার আগে একটু ভাবুন!
এসব সুবিধা পাওয়া যাবে: বর্তমানে যে কোচগুলো রয়েছে নতুন কোচ তার থেকেও নিরাপদ এবং সুবিধাজনক হবে। প্রতি কোচে থাকবে জিপিএস এবং ক্যামেরা। আসন ও বার্থ, ঘোষণা ব্যবস্থা, টয়লেট ইত্যাদি এখনকার চেয়ে অনেক ভাল হবে। কোচে জল ফুরনোর আগেই সংশ্লিষ্ট দফতরের কাছে খবর চলে যাবে। পাশাপাশি জলের বোতল রাখার ব্যবস্থা এবং মোবাইল চার্জিং পয়েন্ট থাকবে।