TRENDING:

Vaishno Devi Landslide: বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে হঠাৎ ধস! দুমড়ে-মুচড়ে গেল লোহার কাঠামো...একাধিক পুণ্যার্থীর মৃত্যুর আশঙ্কা

Last Updated:

সোমবারের এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে সোশ্যাল মিডিয়া মারফত৷ ঘটনার সত্যতা স্বীকার করে ঘটনাস্থলে পৌঁছেছে শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রিন বোর্ডের দুর্যোগ মোকাবিলা দলের সদস্যেরা৷ শুরু হয়েছে উদ্ধারকাজ৷ শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রিন বোর্ডের সিইও বলেন, ‘‘পাথর নেমে আসা এবং ধসের ঘটনা ঘটেছে৷ ঘটনাস্থলে দুর্যোগ মোকাবিলা দল পৌঁছেছে৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জম্মু ও কাশ্মীর: বৈষ্ণোদেবী মন্দির যাওয়ার রাস্তায় হঠাৎ ধস৷ অন্তত একজন পুণ্যার্থীর এই ঘটনায় মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা৷ আহত এক৷ আরও অনেকে ধসের স্তূপের নীচে আটকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷
advertisement

দুপুর ২টো ৩৫মিনিট নাগাদ বৈষ্ণোদেবী মন্দির যাওয়ার পথের ভাওয়ান থেকে ৩ কিলোমিটার দূরে পাঞ্চী এলাকায় এই ধস নামে৷ পাহাড়ের গা বেয়ে নেমে আসা ধসের মাটি-পাথরে ভেঙে গিয়েছে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার ট্র্যাকের উপরে তৈরি করা লোহার কাঠামো, চালা৷

আরও পড়ুন: মোমবাতি হাতে মিছিল! তা-ও বিধানসভার অন্দরেই…অধিবেশন শেষে নজিরবিহীন ঘটনা ঘটালেন শুভেন্দুরা

advertisement

সোমবারের এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে সোশ্যাল মিডিয়া মারফত৷ ঘটনার সত্যতা স্বীকার করে ঘটনাস্থলে পৌঁছেছে শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রিন বোর্ডের দুর্যোগ মোকাবিলা দলের সদস্যেরা৷ শুরু হয়েছে উদ্ধারকাজ৷ শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রিন বোর্ডের সিইও বলেন, ‘‘পাথর নেমে আসা এবং ধসের ঘটনা ঘটেছে৷ ঘটনাস্থলে দুর্যোগ মোকাবিলা দল পৌঁছেছে৷’’

গত রবিবার থেকে জম্মু ও কাশ্মীরের কাটরার বৈষ্ণোদেবীর মন্দির সংলগ্ন অঞ্চলে শুষ্ক আবহাওয়ারই পূর্বাভাস ছিল৷ কিন্তু, গত কয়েকদিন ধরেই সেখানে হাল্কা বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে৷

advertisement

আরও পড়ুন: কালো উত্তরীয় নিয়ে বিধানসভায় শুভেন্দুরা! শোকপ্রস্তাব পাঠের শুরুতেই অধ্যক্ষর সঙ্গে বিতণ্ডা, উত্তাল অধিবেশন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সোমবারই উত্তরাখণ্ডের চামোলি জেলার বদ্রীনাথ জাতীয় সড়কের একাধিক জায়গায় অকিবৃষ্টির জেরে ধস নামে৷ ধস সরানোর চেষ্টা চলছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Vaishno Devi Landslide: বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে হঠাৎ ধস! দুমড়ে-মুচড়ে গেল লোহার কাঠামো...একাধিক পুণ্যার্থীর মৃত্যুর আশঙ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল