দেশে এখনও পর্যন্ত ১১৪ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে ৷ নিঃসন্দেহ তা একটা রেকর্ড ৷ তবে এখনও অনেকে এমন রয়েছেন, যারা ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে দ্বিধাবোধ করছেন ৷ অনেকেরই মত, ভ্যাকসিন নিয়েও যখন করোনা হচ্ছে, তাহলে আর নিয়ে লাভ কী ৷
আরও পড়ুন- 4G ডাউনলোড স্পিড তালিকায় শীর্ষে Jio, আপলোড স্পিডে এগিয়ে কে ? জানাচ্ছে TRAI রিপোর্ট
advertisement
অ্যাস্ট্রোজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘কোভিশিল্ড’ ভারতে প্রস্তুত করছে আদর পুনাওয়ালার সংস্থা সেরাম ইনস্টিটিউট ৷ এ ছাড়া দেশে এখনও পর্যন্ত ব্যবহৃত আরেকটি ভ্যাকসিন হল ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ৷ তবে এখনও পর্যন্ত যা ভ্যাকসিনেশন হয়েছে, তাতে কোভিশিল্ড টিকা নেওয়া মানুষের সংখ্যাই বেশি ৷ ভারতের প্রাপ্ত বয়ষ্ক জনসংখ্যার মাত্র ৪০ শতাংশেরই টিকার ডাবল ডোজ নেওয়া সম্পূর্ণ হয়েছে ৷ খুব তাড়াতাড়ি শিশুদেরও করোনা টিকা দেওয়া হবে। যা নিয়ে ইতিমধ্যেই নানা পরিকল্পনা করা হচ্ছে ৷