TRENDING:

কর্পোরেট চাকরির মোহ নেই, পতিত জমিতে এই ফলের চাষ করে কোটিপতি তরুণ ইঞ্জিনিয়ার

Last Updated:

Uttarpradesh Farming: ইঞ্জিনিয়ারিং পাশ করেও কর্পোরেট চাকরিজীবন থেকে দূরেই থাকলেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শাহজাহানপুর : ছিল পতিত জমি, হয়ে গেল সোনার ফসলের আবাদি জমি ৷ তাক লাগালেন উত্তরপ্রদেশের এক ইঞ্জিনিয়ার ৷ ছকভাঙা পথে পা রেখে বাজিমাত ওই তরুণের ৷ ইঞ্জিনিয়ারিং পাশ করেও কর্পোরেট চাকরিজীবন থেকে দূরেই থাকলেন ৷ ড্রাগন ফ্রুটের চাষ করে এখন কোটিপতি অতুল মিশ্র ৷
ড্রাগন ফ্রুটের চাষ করে এখন কোটিপতি অতুল মিশ্র
ড্রাগন ফ্রুটের চাষ করে এখন কোটিপতি অতুল মিশ্র
advertisement

উত্তরপ্রদেশের শাহজাহানপুরে আল্লাহগঞ্জ থানার চিলাহুয়া গ্রামের বাসিন্দা অতুল চেন্নাই থেকে কম্পিউটার সায়েন্সে বিটেক করেন ৷ সংবাদসংস্থাকে তিনি জানান, ইঞ্জিনিয়ারিং পাশ করার পর মোটা বেতনের চাকরি তিনি ইচ্ছে করেই নেননি ৷ বরং তিনি তাঁর গ্রামের মানুষের জন্য কিছু করতে চেয়েছিলেন ৷ তাঁর জেলাকে গর্বিত করতে চেয়েছিলেন ৷ ইন্টারনেটে সার্চ করে তিনি ড্রাগন ফ্রুট চাষ করার কথা ভাবেন ৷ ২০১৮ সালে মহারাষ্ট্রের শোলাপুর থেকে তিনি ড্রাগন ফ্রুটের চারা প্রথম বার কেনেন ৷ তার পর পারিবারিক মালিকানার পরিত্যক্ত জমিতে চাষ করেন ৷ সাফল্য দেখে তিনি ৫ একর জমিতে চাষ শুরু করেন ৷

advertisement

আরও পড়ুন :  যেন ‘থ্রি ইডিয়টস’-এর দৃশ্য! ভারী বর্ষণে বিদ্যুৎহীন হাসপাতাল, মোবাইলের টর্চের আলোয় চলল চিকিৎসা

অতুল আরও জানিয়েছেন তাঁদের পরিবারের আরও ৭ একর পরিত্যক্ত জমি আছে ৷ সেখানেও পরের মরশুমে তিনি ড্রাগন ফ্রুট চাষ করতে চান ৷ চাষের কাজে অতুলকে সাহায্য করছেন আরও তিন জন পুরুষ এবং এক জন মহিলা ৷ আগে অতুলদের জমিতে গম চাষ হত ৷ তার তুলনায় ড্রাগন ফ্রুট অনেক বেশি লাভজনক বলে জানিয়েছেন অতুল ৷ ড্রাগন ফ্রুট চাষের পাশাপাশি তিনি এই গাছের চারা বিলিও করছেন বিহার, মধ্যপ্রদেশ ও হরিয়ানার কৃষকদের মধ্যে ৷ উৎসাহীদের ড্রাগনফ্রুট চাষ নিয়ে পরামর্শও দেন অতুল ৷

advertisement

আরও পড়ুন :  সমস্যা জমিজট, উত্তরের সেচ সমস্যা মেটাতে উদ্যোগী অভিষেক

সেরা ভিডিও

আরও দেখুন
উমা ও শ্যামার আরাধনা একইসঙ্গে হয় এই মন্দিরে, ২৬৯ বছর ধরে বহু ইতিহাসের সাক্ষী এই পুজো!
আরও দেখুন

ক্রান্তীয় জলবায়ুর এই ফল মূলত পাওয়া যায় মেক্সিকো ও মধ্য আমেরিকায় ৷ ড্রাগন ফ্রুটের স্বাদ অনেকটা কিউয়ি এবং নাশপাতির মতো ৷ ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপিন্স ও থাইল্যান্ডেও ড্রাগনফ্রুট চাষ করা হয় ৷ ভারতের মহারাষ্ট্রেও এই ফলের চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ৷ অতুল জানিয়েছেন তিনি গাছের চারা লাগানোর এক বছর পর ড্রাগন ফ্রুটের চারায় ফল ধরেছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
কর্পোরেট চাকরির মোহ নেই, পতিত জমিতে এই ফলের চাষ করে কোটিপতি তরুণ ইঞ্জিনিয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল