এতদিন ধরে উত্কণ্ঠার প্রহর গুণেছে দেশবাসী। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হয়েছে। ১৭ দিন আটকে থাকার পর উপরে এসেছেন ৪১ জন শ্রমিক। কিন্তু এই অসাধ্য করেছেন ১২ জন র্যাট মাইনরস।
আরও পড়ুন: এক জনকে বার করতে লাগবে চার-পাঁচ মিনিট! উদ্ধারকাজের সময়সারণী স্পষ্ট করল এনডিআরএফ
উদ্ধারের প্রায় সব রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পর কেবল এই একটি রাস্তাই খোলা ছিল। ‘’র্যাট হোল মাইনিং বা ইঁদুর গর্ত মাইনিং। ইঁদুরের গর্ত খনন একটি বিতর্কিত এবং বিপজ্জনক প্রক্রিয়া। কিন্তু এই কঠিন কাজ সফল ভাবে সম্পন্ন করেছেন সুড়ঙ্গে উদ্ধারের ১২ জন হিরো।
advertisement
ইঁদুরের গর্ত খনন একটি বিতর্কিত এবং বিপজ্জনক প্রক্রিয়া। এটি খুব ছোট গর্ত (৪ ফুটের বেশি চওড়া নয়) খনন করে কয়লা তোলার একটি অভিনব পদ্ধতি। খনি শ্রমিকরা কয়লা সীমায় পৌঁছে গেলে, কয়লা উত্তোলনের জন্য পাশে টানেল তৈরি করা হয়। উত্তোলিত কয়লা কাছাকাছি ডাম্প করা হয় এবং পরে উত্থিত করা হয়।