TRENDING:

Uttarakhand News: বিদেশে চাকরির টোপ, ফাঁদে পা দিতেই ২৫ হাজার টাকায় বিক্রি সাত যুবক, তারপর?

Last Updated:

Uttarakhand News: বিদেশে ভালো চাকরির টোপ। প্রতারকদের ফাঁদে পা দিতেই ২৫ হাজার টাকা করে বিক্রি হয়ে গেল উত্তরাখণ্ডের সাত যুবক, তারপর?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দেরাদুন: বিদেশে চাকরির লোভনীয় টোপ! সেই ফাঁদে পা দিতেই বিপদ৷ প্রতারণা চক্রে ফেঁসে যাওয়া উত্তরাখণ্ডের বেশ কয়েকজনকে উদ্ধার করেছে পুলিশ৷
বিদেশে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা!
বিদেশে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা!
advertisement

উত্তরাখণ্ড থেকে সাত যুবককে চাকরির অজুহাত দিয়ে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল৷ যেখানে তাদের মাথা প্রতি ২৫ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়৷ এই কেলেঙ্কারি পিছনে রয়েছে দুজন৷ গুজরাট থেকে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তবে প্রতারকের সঙ্গীটি হাতছাড়া হয়েছে৷ জানা গিয়েছে সে দুবাই পালিয়ে গিয়েছে৷

আরও পড়ুন : গঙ্গার ভয়ঙ্কর রূপ, মাত্র ২৬ সেকেন্ডে গঙ্গার পেটে তলিয়ে গেল আস্ত বাড়ি

advertisement

পুলিশ তদন্তে জানা গেছে যে দেরাদুন, চম্পাওয়াত এবং উধম সিং নগর থেকে এই যুবকদের প্রথমে থাইল্যান্ডে পাঠানো হয়েছিল, তারপরে তাদেরকে মায়ানমারে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তাদেরকে অনলাইন প্রতারণার কাজ করতে বাধ্য করা হয়েছিল। ছেলেগুলি সেই কাজ করতে অস্বীকার করলে তাদের ওপর শারীরিক নির্যাতন করা হয়েছে বলেই খবর।

ধৃতদের মধ্যে একজন, চম্পাবতের বাসিন্দা৷ সেই পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেছেন। জানিয়েছেন, তিনি আর তাঁর বন্ধুরা একসঙ্গে দিল্লি গিয়েছিলেন কাজের খোঁজে৷ সেখানেই খাটিমার বাসিন্দা রাহুল এবং গুজরাটের বাসিন্দা জয়দীপ রামজি নামের দুই প্রতারকের সঙ্গে তাঁদের পরিচয় হয়৷ এই দুই ব্যক্তি তাঁদের বিদেশে চাকরি দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ফাঁদে ফেলে।

advertisement

আরও পড়ুন : চা ভালোবাসেন? ঝাড়খণ্ডের এই দোকানে রোজ বিক্রি হচ্ছে ১ কুইন্টাল দুধের চা, একবার খেলে প্রেমে পড়ে যাবেন আপনিও

ছেলেটি এরপর পুরো ঘটনার কথা জানিয়েছেন৷ তাঁর কথা অনুযায়ী, দিল্লি থেকে ব্যাংককে পৌঁছতেই একটা ব্যাপার তাঁরা বুঝে গিয়েছিলেন৷ বিক্রি হয়ে গিয়েছেন তাঁরা সবাই৷ চুক্তির ব্যাপারটাও আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। পরে তাঁদের মায়ানমারে নিয়ে গিয়ে অনলাইনে প্রতারণার ব্যবসা করতে বাধ্য করা হয়। কোনও মতে একটা ফোন জোগাড় করে যুবকটি পরিবারকে গোটা ঘটনা ও পরিস্থিতির কথা জানায়৷ এরপর বিদেশ মন্ত্রকের সহায়তায় যুবকদের উদ্ধার করে উত্তরাখণ্ডে ফিরিয়ে আনা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এমন ঘটনা এই প্রথম নয়৷ এর আগেও প্রতারণার ফাঁদে পা দিয়েছেন অনেকেই৷ বিদেশে চাকরির নামে মানুষ পাচার ও প্রতারণার ব্যাপারটা দিন কে দিন ভয়ংকর হয়ে উঠেছে৷ পুলিশ মামলার তদন্ত শুরু করেছে, প্রতারকদের খোঁজে তল্লাশি চলছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Uttarakhand News: বিদেশে চাকরির টোপ, ফাঁদে পা দিতেই ২৫ হাজার টাকায় বিক্রি সাত যুবক, তারপর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল