আজমগড়: তরুণীদের স্নানের ভিডিও রেকর্ড করা হত মোবাইলে, এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের আজমগড়ে। এর জেরে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তির নাম হিমাংশু রাই। উত্তর প্রদেশের আজমগড়ের একটি হোস্টেলে মহিলাদের স্নানের ভিডিও রেকর্ড করার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। পরিবার নিয়ে হীরাপট্টি কলোনির একই হোস্টেলে বসবাস করছিল ওই ব্যক্তি। এক বছর ধরে মহিলাদের স্নানের ভিডিও রেকর্ড করছিল।
advertisement
আরও পড়ুন: কোথাও কাটা মুন্ডু, কোথাও দেহ, কোথাও আবার কোথাও হাত পা! হওড়ায় হাড়হিম করা ঘটনা
এই ঘটনা রবিবার প্রকাশ্যে এসেছে। এক দশম শ্রেণীর ছাত্রী আধা-ঢাকা ছাদে একটি মোবাইল ক্যামেরা দেখতে পায়। সে দ্রুত অন্যান্যদের সতর্ক করে, তারপরে অভিযুক্তকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এছাড়াও অভিযোগ করা হয়েছে যে অভিযুক্ত হিমাংশু মেয়েদের হুমকি দিচ্ছিল যে যদি তারা অভিযোগ করে তবে সে ভিডিওগুলি ভাইরাল করবে। জানা গেছে যে তার মোবাইল এবং ল্যাপটপে প্রায় ৪০টি পর্নোগ্রাফির ভিডিও পাওয়া গেছে।
আরও পড়ুন: পড়শি যুবককে বাড়িতে ডেকে অবাধ যৌনতা স্ত্রীর, দেখে ভয়ঙ্কর ঘটনা ঘটান স্বামী! আদালত যা বলল…
এই প্রসঙ্গে একজন পুলিশ আধিকারিক বলেন, “একজন ব্যক্তিকে মেয়েরা হাতে নাতে ধরেছে। তার কাছ থেকে বেশ কয়েকটি ভিডিও উদ্ধার করা হয়েছে। একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইলেকট্রনিক ডিভাইসগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।”