Durga Puja 2025: পুজোর থিমে 'আত্মশুদ্ধি'! অভিনব মণ্ডপ নজর কাড়ছে লক্ষ লক্ষ দর্শনার্থীর! মেগা হিট উত্তরের 'এই' বিগ বাজেট পুজো
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Durga Puja 2025: সারাবছর সমাজসেবামূলক কাজকর্মের পাশাপাশি প্রতিবছর দুর্গাপুজোয় অভিনব থিম তুলে ধরে গঙ্গারামপুর সহ গোটা জেলাবাসীর নজর কাড়ে এই ক্লাব। চলতি বছর দুর্গাপুজোয় নাট্য সংসদ ক্লাবের থিম 'আত্মশুদ্ধি'।
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামীঃ ৩৫ তম বর্ষের দুর্গাপুজোয় ‘আত্মশুদ্ধি’ থিম। এবারের পুজোয় বড় চমক দিচ্ছে গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী নাট্য সংসদ ক্লাব। জেলার বিগ বাজেট পুজোগুলির মধ্যে অন্যতম এই ক্লাব। সারাবছর সমাজসেবামূলক কাজকর্মের পাশাপাশি প্রতিবছর দুর্গাপুজোয় অভিনব থিম তুলে ধরে গঙ্গারামপুর সহ গোটা জেলাবাসীর নজর কাড়ে তাঁরা। প্রতিবারই সেরার শিরোপার তালিকায় থাকে নাট্য সংসদ ক্লাবের নাম। চলতি বছর দুর্গাপুজোয় তাঁরা এক নজরকাড়া থিম নিয়ে হাজির।
৩৫ তম বর্ষে এই ক্লাবের নিবেদন ‘আত্মশুদ্ধি’। মানুষের আত্মার শুদ্ধিকরণ প্রক্রিয়া দুর্গাপুজোর থিমের মাধ্যমে তুলে ধরে নজর কাড়তে চাইছে ক্লাব কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ পালকিতে দেবী দুর্গার ছবি-ঘট! পুজোর আবহে উত্তরে ফুলপাতি উৎসব, এই শোভাযাত্রা কেন বের হয়? আজও অনেকে জানেন না সেই কারণ
দক্ষিণ দিনাজপুরের এই ক্লাবের উদ্যোক্তাদের মতে, ৩৫ তম বর্ষে তাঁরা সকলকে বোঝাতে চান আমাদের চলার জীবনে বিভিন্নভাবে সমাজ কলুষিত হচ্ছে। তবে এক্ষেত্রে গঙ্গাজল ছিটিয়ে দিলেই দৈহিক শক্তি ফিরে আসে। তবে শুধুমাত্র দৈহিক শক্তিতেই সঠিক সমাজ গঠন করা যাবে না। মানুষের মন, আত্মা এবং বুদ্ধি- এই তিন বিষয়ের শুদ্ধিকরণ প্রয়োজন। এই বিষয়গুলির উপর গুরুত্ব দিয়ে প্রথমে আয়রন শিটের ডোর, দ্বিতীয়টিতে বুদ্ধির শুদ্ধিকরণ অর্থাৎ মানুষের জ্ঞান, তৃতীয়টিতে মন শুদ্ধিকরণ অর্থাৎ সত্যতা উৎসের আলো যেখানে কাঁচের সামনে দাঁড়িয়ে নিজের অবয়ব ফুটে উঠবে, চতুর্থটিতে আত্মা শুদ্ধিকরণ অর্থাৎ দেবদেবীর মূর্তি পুজোর মাধ্যমে আধ্যাত্মিক চেতনা ও ধর্মীয় চেতনা জাগৃত করতে পারবে এবং সবশেষে দুর্গা মায়ের মূর্তি দর্শন করবেন দর্শনার্থীরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সবচেয়ে বড় চমক এখানে দেবী দুর্গা অস্ত্র হাতে নয়, অসুরের উপর অধিষ্টান করছেন। অর্থাৎ অসুরের শক্তিকে দমন করা তুলে ধরা হয়েছে। পাশাপাশি উদ্যোক্তারা আশাবাদী, এবার পুজোয় মন্দির প্রাঙ্গনে প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম লক্ষ্য করা যাবে। পূর্বে এমন অভিনব ভাবনায় থিম প্রদর্শনী জেলায় হয়নি বললেই চলে। তবে এখন দেখার বিষয় এই বছর দুর্গাপুজোয় গঙ্গারামপুর নাট্য সংসদ দর্শনার্থীদের মন কতখানি জয় করতে পারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Dakshin Dinajpur,West Bengal
First Published :
September 30, 2025 9:02 AM IST