যে শিশুগুলি এনআইসিইউ ওয়ার্ডের বাইরে চিকিৎসাধীন ছিল, তাদের উদ্ধার করা সম্ভব হয়৷ এনআইসিইউ ওয়ার্ডের বাইরের দিকে ভর্তি কয়েকটি শিশুকেও বের করে আনা হয়৷ কিন্তু বাকিদের উদ্ধার করা সম্ভব হয়নি৷
আরও পড়ুন: কুচকুচে কালো ধোঁয়া! নিমতলায় কাঠের গোলায় বিধ্বংসী আগুন, ক্ষতিগ্রস্ত বহু পরিবার… সব ছারখার
জানা গিয়েছে, ঘটনার সময় হাসপাতালের এনআইসিইউ ওয়ার্ডে মোট ৫০টিরও বেশি শিশু চিকিৎসাধীন ছিল৷ তাদের মধ্যে তিরিশটি শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে৷ আরও ১৬টি শিশু অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছে৷ তাদের চিকিৎসা চলছে৷
advertisement
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ঝাঁসির মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ডের জেরে শিশুদের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক৷ যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকাজ চালানোর নির্দেশ দেওয়ার কথাও জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী৷ পাশাপশি, নিহত শিশুদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন তিনি৷ অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ প্রশাসনের তদন্তের পাশাপাশি ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তেরও নির্দেশ দিয়েছে উত্তর প্রদেশ সরকার৷৷
