Nimtala Fire: কুচকুচে কালো ধোঁয়া! নিমতলায় কাঠের গোলায় বিধ্বংসী আগুন, ক্ষতিগ্রস্ত বহু পরিবার... সব ছারখার

Last Updated:

ক্ষতিগ্রস্ত হয় ১৭টির কাছাকাছি পরিবার। ঘটনাস্থলে দমকলের ২০টিরও বেশি ইঞ্জিন পৌঁছয়। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় আতঙ্ক ছড়ায় আরও বেশি করে। রেশ চলে পরের দিনও। শনিবার সকালেও ঘটনাস্থল থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা:  শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। নিমতলা ঘাটের কাছে মহর্ষি দেবেন্দ্র রোডে শুক্রবার মধ্যরাতে কাঠের গোলায় বিধ্বংসী আগুন লাগে। ক্ষতিগ্রস্ত হয় ১৭টির কাছাকাছি পরিবার। ঘটনাস্থলে দমকলের ২০টিরও বেশি ইঞ্জিন পৌঁছয়। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় আতঙ্ক ছড়ায় আরও বেশি করে। রেশ চলে পরের দিনও। শনিবার সকালেও ঘটনাস্থল থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়।
advertisement
advertisement
একটা সময়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও বেলা নটার কিছুটা পরে আবারও বিভিন্ন জায়গা থেকে পকেট ফায়ার দেখা যায়। কালো ধোঁয়াতে ঢেকে গিয়েছে আশপাশ। যুদ্ধকালীন পরিস্থিতিতে পকেট ফায়ার নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকল বাহিনীর সদস্যরা। টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দাবি ১৪ থেকে ১৫ টি কাঠের গোডাউন প্রবলভাবে ক্ষতিগ্রস্ত। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ এখনই জানানো হয়নি।
advertisement
১৭টির কাছাকাছি পরিবার এই আগুনের প্রভাবে বিপাকে পড়েছে। তাঁদের অনেকেরই দাবি, তাড়াহুড়ো করে ঘর থেকে মাল খালাস করার সময় অনেক দামি জিনিসপত্র, টাকা চুরি হয়ে গিয়েছে। চুরির লিস্টে রয়েছে আস্ত এলইডি টিভিও। কাঠের গোলায় দাহ্য জিনিস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। 
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nimtala Fire: কুচকুচে কালো ধোঁয়া! নিমতলায় কাঠের গোলায় বিধ্বংসী আগুন, ক্ষতিগ্রস্ত বহু পরিবার... সব ছারখার
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement