Nimtala Fire: কুচকুচে কালো ধোঁয়া! নিমতলায় কাঠের গোলায় বিধ্বংসী আগুন, ক্ষতিগ্রস্ত বহু পরিবার... সব ছারখার
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
ক্ষতিগ্রস্ত হয় ১৭টির কাছাকাছি পরিবার। ঘটনাস্থলে দমকলের ২০টিরও বেশি ইঞ্জিন পৌঁছয়। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় আতঙ্ক ছড়ায় আরও বেশি করে। রেশ চলে পরের দিনও। শনিবার সকালেও ঘটনাস্থল থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়।
কলকাতা: শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। নিমতলা ঘাটের কাছে মহর্ষি দেবেন্দ্র রোডে শুক্রবার মধ্যরাতে কাঠের গোলায় বিধ্বংসী আগুন লাগে। ক্ষতিগ্রস্ত হয় ১৭টির কাছাকাছি পরিবার। ঘটনাস্থলে দমকলের ২০টিরও বেশি ইঞ্জিন পৌঁছয়। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় আতঙ্ক ছড়ায় আরও বেশি করে। রেশ চলে পরের দিনও। শনিবার সকালেও ঘটনাস্থল থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়।
advertisement
রান্নার গ্যাস থেকে আগুন লেগেছে বলেই প্রাথমিক অনুমান স্থানীয়দের। আগুন লাগার পর কাঠের গুদাম সংলগ্ন অংশে পরপর গ্যাস সিলিন্ডার বার্স্ট করে আগুন ছড়িয়ে পড়ে। একদিকে এত কাঠ, তার উপর গঙ্গার হাওয়া, আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। চেষ্টা চালাচ্ছে দমকলের ২০টি ইঞ্জিন।
advertisement
একটা সময়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও বেলা নটার কিছুটা পরে আবারও বিভিন্ন জায়গা থেকে পকেট ফায়ার দেখা যায়। কালো ধোঁয়াতে ঢেকে গিয়েছে আশপাশ। যুদ্ধকালীন পরিস্থিতিতে পকেট ফায়ার নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকল বাহিনীর সদস্যরা। টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দাবি ১৪ থেকে ১৫ টি কাঠের গোডাউন প্রবলভাবে ক্ষতিগ্রস্ত। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ এখনই জানানো হয়নি।
advertisement
১৭টির কাছাকাছি পরিবার এই আগুনের প্রভাবে বিপাকে পড়েছে। তাঁদের অনেকেরই দাবি, তাড়াহুড়ো করে ঘর থেকে মাল খালাস করার সময় অনেক দামি জিনিসপত্র, টাকা চুরি হয়ে গিয়েছে। চুরির লিস্টে রয়েছে আস্ত এলইডি টিভিও। কাঠের গোলায় দাহ্য জিনিস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 16, 2024 10:29 AM IST

