একই স্থান থেকে ১০টি পিস্তল, কার্তুজ ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম মিলেছে৷ সঙ্গে পাওয়া গিয়েছে বাইক যার মাধ্যমে সরবরাহ করা হয় এই বিপুল পরিমাণ অস্ত্র৷ পুরো বিষয়টি ইটা জেলার মালাভান থানা এলাকার তুর্কিপুরার জঙ্গল এলাকার। তিন অস্ত্র চোরাকারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
advertisement
তবে এই অস্ত্র চোরাচালানকারীদের কর্মকাণ্ড শুরু হয়েছে অনেক দিন আগে থেকেই৷ কারণ অতীতেও অস্ত্র চোরাচালানকারীরা অনেক অপরাধমূলক ঘটনা ঘটিয়েছে। অভিযুক্তরা পুরনো নষ্ট হয়ে যাওয়া পিস্তলও মেরামত করত। এই সব পিস্তল তৈরি করে ইটা ও আশেপাশের জেলায় দুই থেকে আড়াই হাজার টাকায় বিক্রি করা হত এবং পিস্তল বিক্রিই ছিল মূল আয়ের উৎস, রোজগারের পথ। এসব অবৈধ অস্ত্র আগামী নির্বাচনে ব্যবহার করার জন্যও তৈরি করা হচ্ছিল বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশের এই কাজ খুবই খুশি উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা৷ ইতিমধ্যেই তাদের জন্য ২৫হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে৷
এসএসপি রাজেশ কুমার সিং জানিয়েছে যে, ইটা জেলায় মালাভান পুলিশ এবং তাদের সোয়াট টিম খুব ভাল কাজ করেছে। একটি পিস্তল কারখানা বাজেয়াপ্ত করা হয়েছে, যাতে ১০টি তৈরি পিস্তল উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন যে এর সঙ্গেই উদ্ধার করা হয়েছে পিস্তল তৈরির অনেক সরঞ্জাম। ৩ অপরাধীর বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ রয়েছে৷ তারা বেশ কয়েকবার জেল খেটেছে। এদের বিরুদ্ধে আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।