TRENDING:

Kiranmay Nanda to meet Mamata Banerjee: উত্তর প্রদেশ নির্বাচনেও বড় ভূমিকা নেবেন মমতা? আজ কালীঘাটে যাচ্ছেন অখিলেশের দূত

Last Updated:

অখিলেশ যাদবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বরাবরই ভাল৷ উত্তর প্রদেশ নির্বাচনে প্রার্থীও দিতে পারে তৃণমূল (Kiranmay Nanda to meet Mamata Banerjee)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনেও (Uttar Pradesh Elections 2022) কি বড় ভূমিকা নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)? তৃণমূল উত্তর প্রদেশ নির্বাচনে লড়বে কি না, বা লড়লেও কটি আসনে লড়বে তা এখনও চূড়ান্ত নয়৷ তবে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব চান, উত্তর প্রদেশ নির্বাচনে সপা-র সমর্থনে প্রচার করুন তৃণমূলনেত্রী৷ সেই আর্জি নিয়েই আজ বিকেলে কালীঘাটে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ (Kiranmay Nanda to meet Mamata Banerjee)৷ অখিলেশের দূত হিসেবেই মমতার কাছে যাচ্ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী৷
আজ মমতার কাছে অখিলেশের দূত৷ Photo-PTI
আজ মমতার কাছে অখিলেশের দূত৷ Photo-PTI
advertisement

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উত্তর প্রদেশ নির্বাচন৷ সশরীরে উত্তর প্রদেশ হাজির না হলেও অখিলেশ চান সমাজবাদী পার্টির সমর্থনে ভার্চুয়ালি প্রচার করুন মমতা৷ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতেই গলের সর্বভারতীয় সহ সভাপতি কিরণময় নন্দকে কলকাতায় পাঠিয়েছেন অখিলেশ৷ আজ বিকেল সাড়ে চারটেয় মমতার সঙ্গে দেখা করবেন সপা নেতা৷

আরও পড়ুন: মমতার পথ অনুসরণ করে মোদিকে চিঠি দিলেন স্ট্যালিন

advertisement

কিরণময় নন্দ জানিয়েছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেতাদের মধ্যে একজন৷ বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাঁর কাছে শক্তিশালী সংগঠন রয়েছে৷ যেভাবে তিনি লড়াই করে বাংলায় ক্ষমতা ধরে রেখেছেন তা প্রশংসনীয়৷ গোটা দেশ দেখেছে কীভাবে বিজেপি-কে তিনি পরাজিত করেছেন৷ সেই কারণেই আমরা চাই উত্তর প্রদেশ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হয়ে ভার্চুয়ালি প্রচার করুন৷ করোনা অতিমারির কারণেই প্রাথমিক ভাবে আমরা ভার্চুয়াল প্রচারের কথাই ভেবেছি৷'

advertisement

আরও পড়ুন: মুকুল রায়ের বিধায়ক পদ কি থাকবে? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে সামনের দুই সপ্তাহ

পশ্চিমবঙ্গে বাম আমলে দীর্ঘদিন মন্ত্রী থাকা কিরণময় নন্দের আরও দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় এখন গোটা দেশে জনপ্রিয়৷ বাংলায় বিপুল জয়ের মধ্যে দিয়ে তিনি তাঁর সমালোচকদের চুপ করিয়ে দিয়েছেন৷ সপা নেতার দাবি, উত্তর প্রদেশের তাঁদের দলের নির্বাচনী জনসভাগুলিতে ভিড় উপচে পড়ছে৷ উল্টো ছবি দেখা যাচ্ছে বিজেপি-র সভায়৷ এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন পেলে সমাজবাদী পার্টির প্রচার আরও গতি পাবে বলেই দাবি কিরণময় নন্দের৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্বাধীনতা আন্দোলনের গোপন ঘাঁটি ছিল এই কালীমন্দির! দেখে আসুন নিজের চোখেই
আরও দেখুন

অখিলেশ যাদবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বরাবরই ভাল৷ উত্তর প্রদেশ নির্বাচনে মির্জাপুরের মতো দু'-একটি কেন্দ্রে প্রার্থীও দিতে পারে তৃণমূল৷ এই পরিস্থিতিতে তৃণমূলকে সপা-র আসন ছাড়া নিয়েও আজকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিরণময় নন্দের আলোচনা হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল৷

বাংলা খবর/ খবর/দেশ/
Kiranmay Nanda to meet Mamata Banerjee: উত্তর প্রদেশ নির্বাচনেও বড় ভূমিকা নেবেন মমতা? আজ কালীঘাটে যাচ্ছেন অখিলেশের দূত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল