TRENDING:

Uttar Pradesh Draft Voter List: উত্তর প্রদেশে খসড়া তালিকায় বাদ ২ কোটি ৮৯ লক্ষ নাম, একধাক্কায় কমল ১৮ শতাংশ ভোটার!

Last Updated:

এসআইআর প্রক্রিয়া শুরুর আগে উত্তর প্রদেশে নথিভুক্ত ভোটারের সংখ্যা ছিল ১৫ কোটি ৪৪ লক্ষ৷

advertisement
উত্তর প্রদেশের খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেল ২ কোটি ৮৮ লক্ষেরও বেশি ভোটারের নাম৷ এসআইআর প্রক্রিয়া শুরুর পর উত্তর প্রদেশের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন৷ তার পরই এই তথ্য সামনে এসেছে৷ উত্তর প্রদেশের খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাওয়া ভোটারের সংখ্যা ২ কোটি ৮৮ লক্ষ ৭৫ হাজার৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

এসআইআর প্রক্রিয়া শুরুর আগে উত্তর প্রদেশে নথিভুক্ত ভোটারের সংখ্যা ছিল ১৫ কোটি ৪৪ লক্ষ৷ খসড়া ভোটার তালিকায় তার থেকে ১৮.৭০ শতাংশ ভোটারের নাম বাদ পড়েছে৷ খসড়া ভোটার তালিকায় জায়গা পেয়েছে ১২ কোটি ৫৫ লক্ষ ভোটারের নাম৷ মৃত, ঠিকানা বদল করা ভোটারদের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন কমিশনের আধিকারিকরা৷

advertisement

উত্তর প্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক নভদীপ রিনওয়া জানিয়েছেন, সংশ্লিষ্ট ভোটারদের নোটিস দেওয়ার পরই খসড়া তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে৷ মূলত লখনউ, গাজিয়াবাদ, প্রয়াগরাজ, কানপুরের মতো শহরাঞ্চল থেকেই বেশি সংখ্যক ভোটারের নাম বাদ গিয়েছে৷

গত ২৭ অক্টোবর ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে তিন বার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়েছে কমিশন৷ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এবার কমিশন নাম বাদ যাওয়া ভোটারদের আপত্তি এবং বক্তব্য শুনবে৷ শুনানি প্রক্রিয়াও চলবে৷ আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারদের তার জন্য সময় দেওয়া হবে৷ আগামী ৬ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কনকনে ঠান্ডায় মাথার উপর ছাদের জন্য লড়াই! ভাঙনে বিপর্যস্ত লালগোলায় পাট্টার দাবিতে বিক্ষোভ
আরও দেখুন

কমিশন জানিয়েছে, এটা চূড়ান্ত তালিকা নয়৷ ভোটার তালিকা নিয়ে যাবতীয় আপত্তি, দাবি কমিশন একমাস ধরে শুনবে৷ তার পর ৬ মার্চ যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে, তারই ভিত্তিতে উত্তর প্রদেশে আগামী বিধানসভা নির্বাচন হবে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh Draft Voter List: উত্তর প্রদেশে খসড়া তালিকায় বাদ ২ কোটি ৮৯ লক্ষ নাম, একধাক্কায় কমল ১৮ শতাংশ ভোটার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল