ঘটনাটি ঠিক কী? ইমরান নামের এক ব্যক্তি তার প্রেমিকার স্বামীকে হত্যা করার পরিকল্পনা করেছিল। এই কারণে সে তিনটি ভাড়াটে খুনি নিয়োগ করে। এই কাজের জন্য সে খুনিদের আড়াই লক্ষ টাকা দেওয়ার কথা বলে। কিন্তু পরে যখন খুনের সময় আসে, তখনই ঘটনায মোড় নেয়৷ ইমরান খুনিদের টাকা দিতে রাজি হয়নি। রেগে খুনিরা ইমরানকেই হত্যা করে।
advertisement
আরও পড়ুন : করবাচৌথে বয়ফ্রেন্ডকে বাড়িতে ডাকেন গৃহবধু, ওত পেতেছিল গ্রামবাসীরা, ধরা পড়তেই যা হল…
পুলিশের তদন্তে জানা গিয়েছে, ইমরানের প্রেমিকা স্বামীর সাথে আর থাকতে চাইছিল না৷ সে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ইমরানের সাথে থাকতে চাইছিল। এই কারণেই ইমরান তার প্রেমিকার স্বামীকে হত্যা করার পরিকল্পনা করে।
ইমরান প্রথমে খুনিদের নিজের বাড়িতে নিয়ে যায়৷ সেখানে সবার সঙ্গে খুনিদের পরিচয়ও করায় সে৷ পুলিশের জিজ্ঞাসাবাদে খুনিরা সব কিছু স্বীকার করে নিয়েছে।
আরও পড়ুন: গ্যাস লিক করে অক্সিজেন সিলিন্ডারের ভয়াবহ বিস্ফোরণ! নিমেশে শেষ গোটা পরিবার
কিন্তু দুষ্কৃতিরা কেন ইমরানকে খুন করল? জানা গিয়েছে, শামলিতে গিয়ে খুনিরা ইমরানের কাছ থেকে আড়াই লক্ষ টাকা দাবি করে। কিন্তু ইমরান টাকা দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে ঝগড়া হয়। ইমরান তাদের বলেছিল, কাজ শেষ হলেই তিনি টাকা দেবে৷ এরপর খুনিরা ইমরানকে গুলি করে হত্যা করে৷ তার দেহ জঙ্গলে ফেলে রেখে চলে যায়।
পুলিশ তিন খুনিকেই গ্রেপ্তার করেছে, এবং তাদের কাছ থেকে একটি গাড়িও উদ্ধার করা হয়েছে বলা জানা গিয়েছে।