অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য
রুপো একটি অত্যন্ত কার্যকর অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট। এই ধাতু ব্যাকটেরিয়ার কোষ ভেঙে ভিতর থেকে তাদের ডিএনএ ধ্বংস করে সংক্রমণ প্রতিরোধ করে। তাছাড়া এই ধাতু জীবাণুর বংশ বিস্তারেও বাধা দেয়। রুপো ত্বকের গুরুত্বপূর্ণ মাইক্রোবায়োম সংরক্ষণ করে। ভাল আর খারাপ জীবাণুর মধ্যে তফাত করতেও পারে এই ধাতু। ফলে এর জন্য ভাল ব্যাকটিরিয়া নষ্ট হওয়ার ভয় নেই।
advertisement
ব্রণ দূর করে
টপিকাল কলয়েডাল সিলভারে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিইনফ্লেমেটরি গুণ রয়েছে। এটি ব্রণ, রোসেসিয়া এবং একজিমার চিকিৎসায় বেশ কার্যকর। এই ধাতু ত্বকের আর্দ্রতা ধরে রাখে,ত্বকে প্রদাহ কমায় এবং সেবামের উৎপাদন নিয়ন্ত্রণ করে। সেবাম নিয়ন্ত্রণে থাকলে ত্বক কম তেলতেলে হবে।
আরও পড়ুন - ওয়ার্ক ফ্রম হোমে ওয়েবক্যাম চালু করার নির্দেশ না-মানায় বরখাস্ত কর্মী; উল্টে সংস্থাই পড়ল আদালতের কোপের মুখে!
বয়স কমিয়ে দেয়
কলয়েডাল সিলভারে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বক থেকে ক্ষতিকারক টক্সিন অপসারণ করতে সহায়তা করে। কলয়েডাল সিলভারকে বার্ধক্যজনিত বিভিন্ন উপসর্গ যেমন ক্রিজ, সূক্ষ্ম রেখা, বলিরেখা এবং দাগছোপ কম করে।
রুপোর অনেক গুণ থাকলেও কোনও ভাবেই এই ধাতু সরাসরি ত্বকে ব্যবহার করা সম্ভব নয়। তার পরিবর্তে এমন পণ্য ব্যবহার করতে হবে যার মধ্যে এই ধাতু মেশানো আছে। বাজার থেকে রুপো দেওয়া পণ্য কেনার সময় একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে সমস্ত পণ্য কিন্তু খাঁটি রুপো ব্যবহার করে না।
আরও পড়ুন : ভাইয়ের জন্য ১৩০০ টাকার ঘড়ি অর্ডার করে দিদি অনলাইনে পেলেন ৪ টে ছোট ঘুঁটে
তাই যদি রুপো দেওয়া পণ্য বা প্রসাধনী কিনতেই হয় তাহলে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড থেকে কেনাই ভাল। সস্তার ব্র্যান্ড লাভের আশায় নিম্নমানের ধাতু ব্যবহার করবে যা ত্বকের জন্য ক্ষতিকারক হতে পারে। আবার অনেকেরই রুপো থেকে অ্যালার্জিও হতে পারে। তাই বাজার থেকে কিনে এই জাতীয় পণ্য ব্যবহার করার আগে একবার প্যাচ টেস্ট করে নেওয়া দরকার। তাছাড়া সেনসিটিভ ত্বক হলে ত্বক বিশেষজ্ঞের পরামর্শও নিয়ে রাখলে ভাল হয়।